শাহজালালে ১১ কেজি স্বর্ণসহ জাপানি আটক
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ (১৩ জানুয়ারি) ভোরে একজন জাপানি নাগরিককে ১১ কেজি স্বর্ণসহ আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিম।
সহকারী কাস্টমস কমিশনার মোহাম্মদ সায়েদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, আটককৃত ব্যক্তির নাম কেনগো শিবাতা।
সায়েদুল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউসের প্রিভেন্টিভ দল রাত ১২টা ৪০ মিনিটে শাহজালাল বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা রিজেন্টের একটি ফ্লাইটের একজন জাপানি যাত্রীকে গ্রিন চ্যানেলে আসার পর সনাক্ত করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত যাত্রী স্বর্ণ থাকার কথা অস্বীকার করেন। পরে স্ক্যান করে এবং শরীর তল্লাশি চালিয়ে এক কেজি ওজনের ১১টি স্বর্ণেরবার উদ্ধার করা হয় বলে তিনি জানান।
স্বর্ণের বারগুলো যাত্রীদের শরীরের ভিতর লুকানো অবস্থায় ছিল বলেও উল্লেখ করেন তিনি।
আটক স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ কোটি ৫০ লাখ টাকা উল্লেখ করে তিনি আরো জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Comments