ঢাকা উত্তর মেয়র উপ-নির্বাচনে আ লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র উপ-নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের জন্যে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
রাসেল আশেকী এবং আদম তমিজী হক ধানমন্ডিতে দলীয় প্রধান শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে আজ (১৩ জানুয়ারি) মনোনয়ন ফরম সংগ্রহ করেন বলে আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন-এর সাবেক প্রেসিডেন্ট আতিকুল ইসলাম আজ সন্ধ্যায় মনোনয়ন ফরম সংগ্রহ করবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ধারণা করা হচ্ছে আতিকুল ইসলামকে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন দিতে পারে। এদিকে, বিএনপি তাবিথ আওয়ালকে দলীয় মনোনয়ন দিতে পারে বলেও জোর জল্পনা চলছে। গত মেয়র নির্বাচনেও দলটি তাবিথকে প্রার্থী করেছিলো।
ডিএনসিসির মেয়র পদে নির্বাচন আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। একই দিনে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ৩৬টি নতুন ওয়ার্ডেও নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত বছরের ৩০ নভেম্বর ডিএনসিসির মেয়র আনিসুল হকের মৃত্যুর ফলে পদটিকে শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার বিভাগ।
Comments