এ যেন পুনর্মিলনী
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের সাবেক দুই কোচ প্রতিপক্ষ দুই দলের কোচ। টাইগারদের বোলিং কোচ থাকা হিথ স্ট্রিক এসেছেন নিজ দেশ জিম্বাবুয়ের হয়ে। আলোচিত পদত্যাগের পর শ্রীলঙ্কানদের ওস্তাদ হয়ে এসেছেন চণ্ডিকা হাথুরুসিংহে। আর টাইগারদের দায়িত্বে আছেন খালেদ মাহমুদ। ফের দেখা হচ্ছে সবার, তবে এবার ভিন্ন ভূমিকায়।
শনিবার বিকেলে মাঠে ঢুকে প্রথমে মুশফিককে পেয়েই জড়িয়ে ধরলেন হিথ স্ট্রিক। একে একে মোস্তাফিজ, নাসিরের সঙ্গেও অনেকদিন পর দেখা হয়ে গেল। বাংলাদেশ দলের ড্রেসিং রুমে ঢুকে খানিকক্ষণ আড্ডাও দিয়ে এলেন। বেরুতেই দেখা ট্রেনার মারিও ভিল্লাভারায়েন, চম্পাকা রামানায়েকের সঙ্গেও। অনেকটা কি পুনর্মিলনীই হচ্ছে ত্রিদেশীয় সিরিজে?
হিথ স্ট্রিকের মতে, ‘বর্তমান সময়ে এরকম হয়েই থাকে। চণ্ডিকা আর খালেদ সুজনের (খালেদ মাহমুদ) সঙ্গে আমার দারুণ সম্পর্ক। আমার মনে হয় আমাদের সবার জন্যই ব্যাপারটা চ্যালেঞ্জের। এই কন্ডিশনের সঙ্গে আমরা সবাই পরিচিত। বিপিএলে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের খেলোয়াড়রা খেলায় তাদেরও চেনা সব। আসলে খুব বেশি কিছু গোপন নেই। পরিকল্পনা ঠিকঠাক কাজে লাগানোই আসলে বিষয়।’
গত বছর শ্রীলঙ্কায় গিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে লঙ্কানদের হারিয়ে এসেছে জিম্বাবুয়ে। এবার ত্রিদেশীয় সিরিজেও পিছিয়ে থাকতে চায় না তারা, ‘এটা আমাদের বিশ্বাস দিয়েছে। যদিও গত কিছুদিন আমরা সেভাবে ওয়ানডে খেলিনি। তবে এবার প্রস্তুতি নিয়েই এসেছি।’
১৫ জানুয়ারি থেকে শুরু টুর্নামেন্টে প্রতি দল একে অন্যের সঙ্গে দুবার করে খেলবে। শীর্ষ দুই দল খেলবে ফাইনালে।
Comments