ফুয়াদ ভক্তদের মন খারাপ

ফুয়াদ আল মুক্তাদির- তাঁকে সবাই ফুয়াদ নামেই চেনেন। বেশকিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। যদিও অনেকদিন সংগীতে তাঁকে তেমন জোরালোভাবে পাওয়া যায়নি।
সম্প্রতি, হাবিব ওয়াহিদের ‘চল না’ নামের একটি গান প্রকাশিত হয়েছে। সে গানে সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ। গতকাল (১৪ জানুয়ারি) ফেসবুক বার্তায় ফুয়াদ দিয়েছেন মন খারাপ করা খবর। তিনি ক্যান্সারে আক্রান্ত।
ভিডিও বার্তাটিতে ফুয়াদ বলেন, “গত সপ্তাহে আমি চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় পরীক্ষা করেছি। আমার শরীরে প্যাপিলারি কারসিনোমা ধরা পড়েছে। এটা থাইরয়েড ক্যানসার। তবে কোন পর্যায়ে আছে, তা এ মুহূর্তে বলা যাচ্ছে না।”
ভক্তদের কাছে দোয়া চেয়ে তিনি আরো বলেন, “থাইরয়েড ক্যানসার হচ্ছে সব ক্যানসারের মধ্যে সহজেই নিরাময়যোগ্য। এ অসুখ নিয়ে অনেকে অনেক দিন বেঁচে থাকেন। সবাই আমার জন্য দোয়া করবেন।”
Comments