নিউ মার্কেট চত্বরে পার্কিং নয়: হাইকোর্ট

রাজধানীর নিউ মার্কেট চত্বরে রিকশা, প্রাইভেট কারসহ সব ধরনের যানবাহন পার্কিংয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। আগামী ছয় মাসের জন্য এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
Dhaka New Market
ছবিটি উইকিপিডিয়া থেকে সংগৃহীত

রাজধানীর নিউ মার্কেট চত্বরে রিকশা, প্রাইভেট কারসহ সব ধরনের যানবাহন পার্কিংয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। আগামী ছয় মাসের জন্য এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

নিষেধাজ্ঞার পাশাপাশি নিউ মার্কেট চত্বরে পার্কিং বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না রুল দিয়ে তার ব্যাখ্যাও চেয়েছেন আদালত।

নিউ মার্কেট এলাকায় পার্কিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে পুরনো ঢাকার বাসিন্দা ইমতিয়াজ আহমেদের একটি রিটের শুনানি শেষে বিচারপতি কাজী রেজা উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ ওই এলাকায় পার্কিংয়ে নিষেধাজ্ঞা ও রুল জারি করেন।

রিট আবেদনে বলা হয়, নিউ মার্কেটে বিভিন্ন যানবাহন ঢোকায় ও মার্কেটের ভেতরে সেগুলোর পার্কিংয়ের কারণে জনভোগান্তি সৃষ্টি হচ্ছে। ভোগান্তি কমাতে প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয় রিট আবেদনটিতে।

রিটকারীর আইনজীবী ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, হাইকোর্টের নির্দেশের পর প্রাইভেট কারসহ কোনো ধরনের যানবাহন নিউমার্কেটের ভেতর প্রবেশ করতে ও পার্ক করতে পারবে না।

Comments

The Daily Star  | English

‘Selling child for treatment tragic violation of rights’

NHRC takes suo motu cognizance of TDS report, vows to ensure rights of the family, asks Dinajpur DC to probe and submit report by Oct 15

1h ago