চলে গেলেন কণ্ঠশিল্পী শাম্মী আক্তার

‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’, ‘আমি যেমন আছি তেমন রব বউ হবো না রে’, ‘ভালোবাসলেও সবার সাথে ঘর বাঁধা যায় না’- এমন অনেক জনপ্রিয় গানের শিল্পী শাম্মী আক্তার। দীর্ঘদিন ক্যানসারে ভোগার পর আজ (১৬ জানুয়ারি) বিকেল ৪টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’, ‘আমি যেমন আছি তেমন রব বউ হবো না রে’, ‘ভালোবাসলেও সবার সাথে ঘর বাঁধা যায় না’- এমন অনেক জনপ্রিয় গানের শিল্পী শাম্মী আক্তার। দীর্ঘদিন ক্যানসারে ভোগার পর আজ (১৬ জানুয়ারি) বিকেল ৪টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সংগীতে জাতীয় পুরস্কার পাওয়া শাম্মী আক্তারের স্বামী সংগীতশিল্পী আকরামুল ইসলাম দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “শাম্মী আজ দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বারডেম হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।”

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬২ বছর। তিনি স্বামী, দুই সন্তানসহ আত্মীয়স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

শামীমা আক্তারকে পরিবারে আদর করে ‘শাম্মী’ ডাকার ফলে শাম্মী আক্তার নামেই তিনি পরিচিতি লাভ করেন। তিনি চলচ্চিত্রে প্রায় তিনশ গান গেয়েছেন। তাঁর উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘বিদেশ গিয়া বন্ধু তুমি আমায় ভুইলো না’, ‘মনে বড় আশা ছিল তোমাকে শুনাবো গান’, ‘এই রাত ডাকে এই চাঁদ ডাকে হায় তুমি কোথায়’, ‘আমার মনের বেদনা বন্ধু ছাড়া বুঝে না’, ‘আমি তোমার বধূ তুমি আমার স্বামী খোদার পরে তোমায় আমি বড় বলে জানি’ এবং ‘আমার নায়ে পার হইতে লাগে ষোল আনা’।

ক্যানসারে আক্রান্ত হওয়ার পর অন্তরালে চলে যান শাম্মী আক্তার।

১৯৭০ সালের দিকে প্রথম বেতারের গানে কণ্ঠ দেন এই গুণী শিল্পী। গানটি ছিল নজরুলের ‘এ কি অপরূপ রূপে মা তোমায়’। এরপর, প্লেব্যাকে তাঁর অভিষেক হয় ১৯৮০ সালে ‘অশিক্ষিত’ ছবির মাধ্যমে। গানটি ছিল ‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’। এছাড়াও, একই ছবিতে ‘আমি যেমন আছি তেমন রব বউ হব না রে’ গানটিও গান তিনি। এই অভিষেক গান দুটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

২০১০ সালে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ চলচ্চিত্রে গানের জন্যে শ্রেষ্ঠ সংগীতশিল্পী হিসেবে তিনি জাতীয় পুরস্কার লাভ করেন। সম্প্রতি, তাঁকে ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’-এ আজীবন সম্মাননা দেওয়া হয়।

গত বছরের অক্টোবরে প্রধানমন্ত্রীর তহবিল থেকে সুচিকিৎসার জন্য শাম্মী আক্তারকে পাঁচ লাখ টাকা প্রদান করা হয়েছিলো।

Comments

The Daily Star  | English
Police implicate dead men in vandalism case

Police see dead man running

Prisoners, migrants, even the deceased get implicated in cases

11h ago