ডিএনসিসি উপ-নির্বাচনে হাইকোর্টের স্থগিতাদেশ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র উপ-নির্বাচনে স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। মেয়র আনিসুল হকের মৃত্যুতে এই পদে আগামী ২৬ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিল।
দুটি পৃথক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি নাঈমা হায়দার এবং বিচারপতি জাফর আহমেদ আগামী তিন মাসের জন্যে নির্বাচন স্থগিত করে আজ (১৭ জানুয়ারি) এ রায় দেন। এছাড়াও, কেন উপ-নির্বাচনের প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করা হবে না এর ব্যাখ্যা চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
বেরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এবং ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান ডিএনসিসির মেয়র পদে উপ-নির্বাচন এবং এর ১৮টি নতুন ওয়ার্ডে নির্বাচনের তারিখ ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে পৃথক রিট করেছিলেন।
উল্লেখ্য, এই স্থগিতাদেশ এমন সময়ে এলো যখন ক্ষমতাসীন আওয়ামী লীগ আতিকুল ইসলাম এবং বিরোধী বিএনপি তাবিথ আউয়ালকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে। অন্যান্য দলের সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে জনসংযোগ শুরু করেছেন।
Comments