৬ মাসের মধ্যে ডাকসু নির্বাচনের প্রস্তুতির নির্দেশ

আগামী ছয় মাসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন
দীর্ঘদিন থেকে ডাকসু নির্বাচনের দাবি জানিয়ে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্র সংগঠনগুলো। ছবিটি ফেসবুক থেকে সংগৃহীত

আগামী ছয় মাসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ বিচারপতি সৈয়দ মো. দাস্তগির হোসেন ও বিচাপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ একটি রিট আবেদনের প্রেক্ষিতে এই নির্দেশ দেন। ডাকসু নির্বাচনের নির্দেশনা চেয়ে ২০১২ সালে ঢাবির ২৫ জন ছাত্র এই রিট করেছিলেন।

সর্বশেষ ২৭ বছর আগে ১৯৯০ সালের ৬ জুন ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। বিশ্ববিদ্যায়ের বিভিন্ন ছাত্র সংগঠন বিশেষ করে বামপন্থী সংগঠনগুলো দীর্ঘদিন ধরে ডাকসু নির্বাচনের দাবি জানিয়ে আসছেন।

Comments