খেলা

মাসকাদজা, রাজার ব্যাটে লঙ্কানদের শক্ত চ্যালেঞ্জ দিল জিম্বাবুয়ে

কুয়াশায় ঢাকা দুপুরে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাট করতে পাঠিয়েছিল শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ধুঁকতে থাকা গ্রায়েম ক্রেমারের দল এবার ব্যাটিং পেয়ে ভড়কে যায়নি। উলটো ভড়কে দিয়েছে লঙ্কানদেরই।
Hamilton Masakadza
৭৩ রানের ইনিংসের পথে মাসাকাদজার শট। ছবি: ফিরোজ আহমেদ

মিরপুরের মাঠের প্রথম ম্যাচেও ছিলেন হ্যামিল্টন মাসাকাদজা। শততম ম্যাচেও থাকলেন তিনি। নামার আগে বলেছিলেন উপলক্ষটা রাঙাতে চান। নিজের কাজটা ঠিকই করে রাখলেন। দলকে দারুণ শুরু পাইয়ে আউট হয়েছেন ৭৩ রান করে। পরে সিকান্দার রাজা তুলেছেন ঝড়। জিম্বাবুয়ে পেয়েছে ২৯০ রানের শক্ত পূঁজি।  

কুয়াশায় ঢাকা দুপুরে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাট করতে পাঠিয়েছিল শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ধুঁকতে থাকা গ্রায়েম ক্রেমারের দল এবার ব্যাটিং পেয়ে ভড়কে যায়নি। উলটো ভড়কে দিয়েছে লঙ্কানদেরই। দুই ওপেনার এনে দেন দারুণ শুরু। মাসাকাদজাকে রেখে ৭৫ রানের মাথায় আউট হয়ে ফেরেন ৩৪ রান করা সুলেমান মিরে। ওয়ানডাউনে নেমে এদিনও ব্যর্থ গ্রেইগ আরভিন। 

দ্রুত দুই উইকেট হারানো দলকে ফের ভরসা দেন অভিজ্ঞ মাসকাদজা আর ব্র্যান্ডন টেইলর। মাসাকাদজার মতো টেইলরও খেলেছিলেন শেরে বাংলার অভিষেক ম্যাচে। মাঠটা বেশ চেনা তাদের। ৫৭ রানের জুটি গড়ে টেইলরকে রেখে ফিরে যান মাসাকাদজা। পরে সিকান্দার রাজাকে নিয়ে এগুতে থাকা টেইলর ফিরেছেন ৩৮ রান করে।

ছয়ে নেমে ম্যালকম ওলার রানের চাকা রেখেছেন সচল। বিপদজনক হতে থাকা ওলারকে ফিরিয়েছেন গুনারত্নে। তবে লঙ্কানরা থামাতে পারেননি সিকান্দার রাজার ঝড়। ৬৬ বলে ৮০ রান করে অপরাজিত থাকেন বিপিএলে দারুণ সময় কাটানো রাজা। ৮ চারের সঙ্গে মেরেছেন এক ছক্কা। স্লগ ওভারে রাজাকে যোগ্য সঙ্গ দিয়েছেন পিটার মুর। ১৮ বলে ১৯ রানের ক্যামিওতে মেরেছেন দুই ছক্কা। 

 

Comments

The Daily Star  | English
VIP movements are Dhaka’s undiagnosed illness

VIP movements are Dhaka’s undiagnosed illness

If the capital's traffic condition makes you angry, you're normal

9h ago