শাম্মী আক্তার সমাহিত

চির শয়ানে শায়িত হলেন বিশিষ্ট কণ্ঠশিল্পী শাম্মী আক্তার। আজ (১৭ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে রাজধানীর শাহজাহানপুর কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।
Shammi Akhtar
বিশিষ্ট কণ্ঠশিল্পী শাম্মী আক্তার। ছবি: সংগৃহীত

চির শয়ানে শায়িত হলেন বিশিষ্ট কণ্ঠশিল্পী শাম্মী আক্তার। আজ (১৭ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে রাজধানীর শাহজাহানপুর কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।

এর আগে বাদ জোহর শান্তিনগর চামেলীবাগের আমিনবাগ জামে মসজিদে এই বিশিষ্ট শিল্পীর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

পরিবারের সদস্য-স্বজনরা ছাড়াও জানাজায় উপস্থিত ছিলেন সংগীতশিল্পী খুরশীদ আলম, রফিকুল আলম, সেলিম আশরাফ, জাহাঙ্গীর, প্রিন্স মাহমুদসহ আরো অনেকেই।

উল্লেখ্য, দীর্ঘদিন ক্যানসারে ভোগার পর গতকাল বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’, ‘আমি যেমন আছি তেমন রব বউ হবো না রে’, ‘ভালোবাসলেও সবার সাথে ঘর বাঁধা যায় না’- এমন অনেক জনপ্রিয় গানের শিল্পী শাম্মী আক্তার।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী ৬২ বছর বয়সে মারা যান। তিনি স্বামী, দুই সন্তান, আত্মীয়স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

১৯৭০ সালের দিকে প্রথম বেতারের গানে কণ্ঠ দেন এই গুণী শিল্পী। গানটি ছিল কাজী নজরুল ইসলামের ‘এ কি অপরূপ রূপে মা তোমায়’। এরপর, প্লেব্যাকে তাঁর অভিষেক হয় ১৯৮০ সালে ‘অশিক্ষিত’ ছবির মাধ্যমে। গানটি ছিল ‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’। এছাড়াও, একই ছবিতে ‘আমি যেমন আছি তেমন রব বউ হব না রে’ গানটিও গেয়েছিলেন তিনি। এই অভিষেক গান দুটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

 

আরো পড়ুন:

চলে গেলেন কণ্ঠশিল্পী শাম্মী আক্তার

Comments

The Daily Star  | English
Dhaka's water crisis: Rapidly falling groundwater level raises fear for freshwater crisis, land subsidence; geoscientists decry lack of scientific governance of water

Dhaka stares down the barrel of water

Once widely abundant, the freshwater for Dhaka dwellers continues to deplete at a dramatic rate and may disappear far below the ground.

12h ago