বাংলাদেশের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ: ম্যাথুস

বাংলাদেশের কাছে উড়ে যাওয়া জিম্বাবুয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে দেওয়া পর অ্যাঞ্জেলো ম্যাথুস মনে করছেন, পরের ম্যাচে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ।
Sri Lanka
শ্রীলঙ্কার প্রধান কোচ হিসেবে হেরেই শুরু হাথুরুসিংহের । ছবি: ফিরোজ আহমেদ

বাংলাদেশের প্রধান কোচের পদ ছেড়ে চণ্ডিকা হাথুরুসিংহের শ্রীলঙ্কার দায়িত্ব নেওয়া। এবং এই সংক্রান্ত বিতর্কে এমনিতেই আলোচনায় ছিল শুক্রবারের বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। বাংলাদেশের কাছে উড়ে যাওয়া জিম্বাবুয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে দেওয়া পর অ্যাঞ্জেলো ম্যাথুস মনে করছেন, পরের ম্যাচে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ।

বুধবার ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচ টস পর্যন্ত সব ঠিক ঠাক ছিল শ্রীলঙ্কার। টস জিতে জিম্বাবুয়েকে ব্যাট করতে পাঠাতেই পাল্টে যায় চিত্র। মাসাকাদজা, সিকান্দার রাজারা তুলে ফেল ২৯০ রানের বড় সংগ্রহ। ওই রান পরে তাড়া করতে পারেনি শ্রীলঙ্কা। প্রথম ১০ ওভারের এলেবেলে বোলিংয়েই মোমেন্টাম হারানোর কথা বললেন লঙ্কান অধিনায়ক,

‘আমরা খুব হতাশ। প্রথম ১০ ওভারে আমরা খুব এলোমেলো বল করেছি ফলে ওরা ভালো শুরু পেয়ে যায়। মাঝের ওভারে ফিরে এলেও শেষদিকেও তারা রান তুলে ফেলেছে।’

টুর্নামেন্টে টিকে থাকতে শুক্রবার বাংলাদেশের কাছে হারলে চলবে না শ্রীলঙ্কার। ম্যাথুস মনে করছেন ওই ম্যাচটাই কঠিন চ্যালেঞ্জ,

‘ঘরের মাঠে সব বড় দলকেই তারা গত দুই বছরে হারিয়েছে। এটা খুব কঠিন ও চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। আজকের মতো খেললে তো হবেই না। আজ আমরা নিজেদের মানের কাছাকাছি ছিলাম না। তবু কিছু ইতিবাচক ব্যাপার ছিল। কুশল পেরেরা ও কুশল মেন্ডিস ভাল ব্যাট করেছে। থিসিরা ঝড় তুলেছে কিন্তু শেষ করে আসতে পারেনি। ’

প্রথম ম্যাচ হারলেও এখনি আতংকগ্রস্থ হতে চান না ম্যাথুস, ‘এখনো তিনটি খেলা বাকি আছে। ফাইনাল অনেক দূর। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

 

Comments

The Daily Star  | English

Advocate Tajul Islam made ICT chief prosecutor

Supreme Court lawyer Md Tajul Islam, joint convener of Amar Bangladesh Party (AB Party), has been appointed as the chief prosecutor of the International Crimes Tribunal

Now