হাথুরুর পরিকল্পনা পুরোটাই ভুলে গেছেন মাশরাফিরা
বাংলাদেশের দায়িত্ব ছেড়ে শ্রীলঙ্কার হয়ে যাওয়ার পর এই প্রথম চণ্ডিকা হাথুরুসিংহের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে হাথুরুর দূরত্ব। ম্যাচ পরিকল্পনা নিয়ে মতপার্থক্যের খবর বেরিয়েছে তার দায়িত্ব চলাকালীন। এবার হাথুরু নেই, তার সব পরিকল্পনাও নাকি স্মৃতি থেকে ছেঁটে ফেলেছে টাইগাররা।
শুক্রবার ত্রিদেশীয় টুর্নামেন্টে দুদলই নামবে নিজেদের দ্বিতীয় ম্যাচে। বাংলাদেশ যেখানে জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে শুরু করেছে, হাথুরুসিংহের শিষ্যরা প্রথম ম্যাচেই গ্রায়েম ক্রেমারদের কাছে খেয়েছে হোঁচট।
নিজেদের সাবেক কোচকে প্রতিপক্ষের বেঞ্চে পাওয়াতে নতুন কিছু দেখছেন না বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বরং পেশাদার জগতে পেছনের কেচ্ছা পেছনেই ফেলে রাখতে চান তিনি, ‘একজন কোচ বা একজন খেলোয়াড়ের মুখোমুখি হওয়া। সম্প্রতি যে কোচ ছিল তার মুখোমুখি হওয়া এই প্রথম না। আমরা এটা অনেক আগেই পেছনে ফেলে এসেছি। যখন তিনি চলে গেছেন তার পরিকল্পনা আমরা পুরোটাই ভুলে গেছি। এখন যারা নতুন কোচ হবে তাদের সাথে আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।’
খেলার সময় ম্যাচ জেতার বাইরে অন্য কিছু ভাববার অবকাশ পাননা ক্রিকেটাররা। বাইরের ইস্যু নিয়ে ভেবে বাড়াতে চাননা চাপও, 'সত্যি কথা বলতে এসব ম্যাটার করে না। অবচেতন মনে এটাতো থাকে ম্যাচটা খেলতে হবে, জিততে হবে। এর বাইরে কোন সুযোগই নাই চিন্তা করার। চিন্তা করলে হয়কি আল্টিমেটলি আরও বেশি চাপ আসে। আমার কাছে মনে হয় খেলার দিকেই সবার মনোযোগ থাকে।'
বিতর্কের মধ্যে হাথুরুসিংহে বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিলেন। নতুন দায়িত্ব নিয়ে আসার পর তার দলের উপর নজর সবারই। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে হেরে যাওয়ায় টুর্নামেন্টে টিকে থাকতে বাংলাদেশের কাছে হারলে চলবে না তাদের। এমন পরিস্থিতিতে হাথুরুসিংহের চাপেই থাকার কথা। তবে মাশরাফি মনে করেন চাপ, চ্যালেঞ্জ সবারই সবসময় থাকে,
‘হাথুরুসিংহে যখন এখানে ছিল তখন তার ওপরে এক রকম চ্যালেঞ্জ ছিল। হয়তো দক্ষিণ আফ্রিকায় আমরা পুরোটা হেরে আসার পর চ্যালেঞ্জটা আরও বেশি হত। আরও উপভোগ্য হত। তিনি হয়তো থাকেননি, তিনি শ্রীলঙ্কাকে বেছে নিয়েছেন। এখন তার আরেক রকম চ্যালেঞ্জ।’
Comments