তামিমের এগারো হাজার , সাকিবের দশ হাজার

Shakib & Tamim
একসঙ্গে ব্যাট করছেন সাকিব-তামিম, ফাইল ছবি : ফিরোজ আহমেদ

সব ফরম্যাটে বাংলাদেশের সর্বোচ্চ রান তাদেরই। প্রতিনিয়ত তাদের মুকুটে যোগ হচ্ছে একেকটি মুকুট, স্পর্শ করছেন একেকটা মাইলফলক। এবার আরও দুই মাইলফলকে পৌঁছালেন বাংলাদেশের দুই কাণ্ডারি তামিম ইকবাল ও সাকিব আল হাসান। একই ম্যাচে তিন ফরম্যাট মিলিয়ে সাকিব পৌঁছালেন ১০ হাজার রানে, তামিম গেলেন ১১ হাজারের ঘরে।

শ্রীলঙ্কার বিপক্ষে আজ ব্যাট হাতে দুজনেই ছিলেন ছন্দে। গড়েছেন ৯৯ রানের। দুজনেই করেছেন ফিফটি। বেশ আগেই প্রথম বাংলাদেশি হিসেবে তিন ফরম্যাটে ১০ হাজার রান হয়ে গেছে তামিমের। যে ব্যাট দিয়ে খেলেন সেখানেও লেখা আছে ১০ হাজারের শব্দটি। আজ ৮৪ রান করার পথে তামিম এগুলেন আরেকটু। এই ম্যাচের আগে ১১ হাজার রানে যেতে আর কেবল ৭ রান লাগত তামিমের। তা পেরিয়ে এগিয়েছেন অনেকটা। সব মিলিয়ে এখন তার রান ১১ হাজার ৭৭।

তামিমের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ১০ হাজার রানে পৌঁছাতে সাকিবে দরকার ছিল ৬৬ রান। তিনে নেমে ৬৩ বলে আউট হওয়ার আগে করেছেন ৬৭ রান। তাতে ১০ হাজার পেরিয়ে গেছেন তিনি।

ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকও এই দুজনই। এই ম্যাচসহ ১৭৪ ম্যাচে ৫৯৩৪ রান করে তামিম আছেন সবার উপরে। ৫১৮৪ রান নিয়ে ঠিক পরেই সাকিব আল হাসান।

৩৮৮৬ রান নিয়ে টেস্টেও সেরা তামিম। ৩৫৯৪ রান নিয়ে এখানেও তার বন্ধু সাকিব আছেন দুইয়ে। টি-টোয়েন্টির ধুম ধাড়াক্কা ক্রিকেটে ১২৫৭ রান তামিমের, সাকিব এই পর্যন্ত করেছেন ১২২৩ রান। 

Comments

The Daily Star  | English

Bangladesh races to expand air cargo capacity

In a first move to address the shortfall, Sylhet's Osmani International Airport is set to launch dedicated cargo operations today

10h ago