যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের কার্যক্রম বন্ধ

বাজেট নিয়ে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চ কক্ষ সিনেটে সমঝোতা না হওয়ায় দেশটির কেন্দ্রীয় সরকারের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের এক বছর পূর্তির প্রাক্কালে এমন অচলাবস্থায় পড়ল যুক্তরাষ্ট্র সরকার।
white house
ছবি: সংগৃহীত

বাজেট নিয়ে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চ কক্ষ সিনেটে সমঝোতা না হওয়ায় দেশটির কেন্দ্রীয় সরকারের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের এক বছর পূর্তির প্রাক্কালে এমন অচলাবস্থায় পড়ল যুক্তরাষ্ট্র সরকার।

বিবিসির খবরে জানানো হয়, সরকারি কার্যক্রম অব্যাহত রাখতে প্রয়োজনীয় অর্থ ছাড়ে সিনেটে ৬০ ভোটের প্রয়োজন ছিল। ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে আলোচনা জারি থাকলেও শেষ মুহূর্তে এসেও সমঝোতা হয়নি। আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কার্যক্রম চালাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের জন্য শুক্রবার মধ্যরাতের মধ্যে সিনেটের অনুমোদন প্রয়োজন ছিল।

হোয়াইট হাউজে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান দল থেকে নির্বাচিত।  কংগ্রেসেও রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ। এর পরও কেন্দ্রীয় সরকারের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন।

এমন অবস্থায় ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্য কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে। এই পরিস্থিতির জন্য বিরোধী ডেমোক্র্যাটদের দুষছে হোয়াইট হাউজ। বলা হচ্ছে, বেপরোয়া দাবি আদায়ের জন্য তারা সরকারকে জিম্মি করছে।

অন্যদিকে ডেমোক্র্যাটদের অভিযোগ, ট্রাম্প তাদের মধ্যে হওয়া চুক্তি ভেস্তে দিয়েছেন। কংগ্রেসে তিনি নিজেও তার দলকে চুক্তির জন্য চাপ দেননি।

এর আগে ২০১৩ সালেও এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তখন ১৬ দিন বন্ধ ছিল কেন্দ্রীয় সরকারের কার্যক্রম। ওই ১৬ দিন কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছিল।

Comments

The Daily Star  | English