যেভাবে মাশরাফিকে পেল শাইনপুকুর
প্রথম বিভাগে চ্যাম্পিয়ন হয়ে এবারই প্রথম প্রিমিয়ার লিগে উঠে এসেছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। এসে শুরুতেই বাজিমাত করল তারা। লটারি ভাগ্যে পেয়ে গেল বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে।
শনিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে প্লেয়ার্স ড্রাফটে লটারি ভাগ্যে সবার আগে নাম উঠায় প্রথম ডাকের সুযোগ পায় ক্লাবটি। প্রথম ডাকেই মাশরাফিকে দলে নিয়ে নেয় তারা।
ড্রাফটের প্রথম রাউন্ডের দ্বিতীয় ডাকের সুযোগ পেয়েছিল কলাবাগান ক্রীড়া চক্র। কিন্তু শুরুতে তারা কোন আইকন ক্রিকেটারকেই দলে ডাকেনি। তৃতীয় ডাকে লিজেন্ডস অব রূপগঞ্জ দলে ভেড়ায় মুশফিকুর রহিমকে। চতুর্থ ডাকে নবাগত অগ্রনী ব্যাংক আইকন কোটার কাউকে না নিয়ে পেসার আল আমিন হোসেনকে দলে নেয়। প্রথম বিভাগের রানার্সআপ দলটি পরে দলে নেয় সৌম্য সরকারকেও। মোহামেডান স্পোর্টিং ক্লাব এই রাউন্ডের পাঁচ নম্বরে সুযোগ পেয়ে দলে নেয় টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে।
ওই রাউন্ডে তামিম ইকবালকে কেউই দলে নেয়নি। দশম ডাকে মাহমুদউল্লাহ রিয়াদকে দলে নেয় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দ্বিতীয় রাউন্ডে এসে আইকন কোটা থেকে তামিম ইকবালকে দলে নেয় কলাবাগান।
গত আসরে গাজী গ্রুপ ক্রিকেটার্সে খেলা নাসির হোসেনকে প্লেয়ার্স ড্রাফট থেকে পেয়েছে আবাহনী লিমিটেড। পেসার তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজকেও দলে নিয়েছে তারা। প্রথম রাউন্ডে নয় নম্বরে ডাকার সুযোগ এসেছিল গাজী গ্রুপের। তারা দলে নেয় ইমরুল কায়েসকে।
প্রাইম দোলেশ্বর প্রথম রাউন্ডে আইকন কোটা পূরণ করেছে। প্রথম রাউন্ডে তারা দলে নিয়ে নেয় লিটন দাসকে। দ্বিতীয় রাউন্ডে তারা দলে পায় মোস্তাফিজুর রহমানকে।
এছাড়া প্রথম রাউন্ডে শেখ জামাল ধানমন্ডির ক্লাবের প্রথম পছন্দ হিসেবে দলে যান বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু, খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ডেকে পায় এনামুল হক বিজয়কে।
শুরুর দিকে পেসার রুবেল হোসেন নিয়ে নেয় প্রাইম ব্যাংকে, শেখ জামাল দলে টানে বিপিএলে পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট পাওয়া আবু জায়েদ চৌধুরী রাহীকে।
শেষ কয়েকটি রাউন্ড ক্লাবগুলো বেশিরভাগই পাস করে গেছে। তাদের সামনে সুযোগ থাকছে সমঝোতার মাধ্যমে আরও খেলোয়াড় নেওয়ার। প্লেয়ার্স ড্রাফটের পরও দুই ক্লাবের সমঝোতায় ক্রিকেটার বিনিময়ের পথও খোলা থাকছে।
Comments