ন্যাম ভবন থেকে এমপির ছেলের লাশ উদ্ধার
ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে সংসদ সদস্যদের আবাসিক ভবন (ন্যাম ভবন) থেকে সাতক্ষিরা-১ আসনের এমপি মুস্তফা লুৎফুল্লাহর ছেলে অনিক আজিজের লাশ উদ্ধার করা হয়েছে।
শের-ই-বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিজি বিশ্বাস দ্য ডেইলি স্টারকে বলেন, পাঁচ নম্বর ভবনের ৬০৪ নম্বর কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় অনিকের লাশ পাওয়া যায়।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ সকাল ৮টার দিকে পুলিশ অনিকের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা অনিক আত্মহত্যা করেছে। ময়নাতদন্তে মৃত্যুর কারণ জানা যাবে।
Comments