দেশে রক্তদান প্রক্রিয়া সহজ করতে ফেসবুকের নতুন ফিচার
বাংলাদেশে রক্তদান প্রক্রিয়াটিকে আরো সহজ করতে ফেসবুক নতুন একটি ফিচার চালু করতে যাচ্ছে। এই ফিচারটির মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীরা রক্তদাতা ও রক্ত গ্রহীতা হিসেবে ফেসবুকে সাইন-আপ করতে পারবেন।
আগামী ২৩ জানুয়ারি থেকে চালু হতে যাওয়া এই ফিচারটি প্রয়োজনের সময় সাধারণ মানুষ ও বিভিন্ন সংস্থাকে সাহায্য করবে বলে আশা করছেন ফিচারটির সঙ্গে সংশ্লিষ্টরা।
ফেসবুকের দক্ষিণ এশিয়া অঞ্চলের স্বাস্থ্য বিভাগের প্রোডাক্ট ম্যানেজার হেমা বুদারাজু দ্য ডেইলি স্টারকে বলেন, “পৃথিবীর অনেক দেশের মতো বাংলাদেশেও নিরাপদ রক্তের অভাব রয়েছে। অনেক ক্ষেত্রেই দেখা যায় হাসপাতাল বা ব্লাড ব্যাংক থেকে সংগ্রহ করা রক্ত নিরাপদ হয় না। তাই প্রায়শই রোগী বা তার স্বজনদের রক্তদাতার খোঁজ করতে হয়। জরুরি মুহূর্তে বিষয়টি দুশ্চিন্তার কারণও হয়ে দাঁড়ায়।”
এমন অবস্থায় সাধারণ মানুষ ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমের সাহায্য নিয়ে থাকেন উল্লেখ করে হেমা আরো বলেন, “রক্তদাতা, সাধারণ মানুষ ও প্রতিষ্ঠানগুলোকে একটি প্লাটফর্মের আওতায় আনতে ফেসবুক নিয়ে এসেছে নতুন এই ফিচার।”
তিনি জানান, এই ফিচারটি প্রস্তুত করার সময় বিভিন্ন এনজিও, স্বাস্থ্য বিশেষজ্ঞ, রক্তদাতা এবং ফেসবুকের মাধ্যমে রক্তদাতাদের সন্ধান করছেন এমন ব্যক্তিদের পরামর্শ নেওয়া হয়েছে যাতে এটিকে সবার জন্যে ব্যবহারযোগ্য করে তোলা যায়।
সম্প্রতি, একই ধরনের একটি ফিচার ভারতেও চালু করা হয়েছে এবং ইতোমধ্যে সেখানে ৬০ লাখেরও বেশি মানুষ ফিচারটির সঙ্গে যুক্ত হয়েছেন, যোগ করেন হেমা।
বাংলাদেশে এই প্রক্রিয়াটির সঙ্গে যুক্ত হতে Facebook.com/donateblood লিংকে সাইন-আপ এবং প্রতিষ্ঠানগুলোকে রক্তদান ফিচারটি ব্যবহারের জন্যে contact us here লিংকে ভিজিট করতে বলা হয়েছে।
Comments