দ্বিতীয় বারের মত রাষ্ট্রপতি হতে চলেছেন আব্দুল হামিদ

রাষ্ট্রপতি আব্দুল হামিদ দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হতে চলেছেন। আওয়ামী লীগের সূত্রগুলো বলছে, সামনের রাষ্ট্রপতি নির্বাচনে আব্দুল হামিদকেই মনোনীত করতে দলীয় সিদ্ধান্ত হয়েছে।
রাষ্ট্রপতি আব্দুল হামিদ

রাষ্ট্রপতি আব্দুল হামিদ দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হতে চলেছেন। আওয়ামী লীগের সূত্রগুলো বলছে, সামনের রাষ্ট্রপতি নির্বাচনে আব্দুল হামিদকেই মনোনীত করতে দলীয় সিদ্ধান্ত হয়েছে।

রাষ্ট্রপতির পাঁচ বছরের মেয়াদ শেষ হয়ে আসায় আগামী এক মসের মধ্যে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন করবে জাতীয় সংসদ। সংবিধানের ১২৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার আগে ৯০ থেকে ৬০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

গত রাতে দ্য ডেইলি স্টারের সাথে কথা বলার সময় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, নির্বাচন কমিশন থেকে তিনি জেনেছেন আগামী ১৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচন হবে।

২০১৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছিলেন আব্দুল হামিদ। সেই হিসাবে আগামী ২৩ এপ্রিল তার পাঁচ বছর মেয়াদ পূর্ণ হচ্ছে। স্বাভাবিকভাবেই তাই এখন ক্ষমতাসীন দলের ভেতরে আলোচনার কেন্দ্রে রাষ্ট্রপতি নির্বাচন।

আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সাথে কথা বলে জানা গেছে, আব্দুল হামিদই দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে চলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে মনস্থির করে ফেলেছেন। তবে এই নেতাদের কেউই নাম প্রকাশে রাজি হননি।

চলতি বছরের শেষ নাদাগ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই হিসাবে পরবর্তী সরকারের মেয়াদের শেষ বছর পর্যন্ত বঙ্গভবনে থাকবেন পরবর্তী রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি হওয়ার আগে সাত বার সাংসদ নির্বাচিত হয়েছেন আব্দুল হামিদ। দুই বার স্পিকারের দায়িত্বও সামলেছেন তিনি।

Comments

The Daily Star  | English
BNP call's hartal

Fresh 48-hour blockade from Sunday: BNP

The BNP today called a fresh two-day countrywide blockade from 6:00am on Sunday

50m ago