কলকাতার প্রেক্ষাগৃহে পুলিশ পাহারায় ‘পদ্মাবত’ প্রদর্শনের ব্যবস্থা

‘পদ্মাবত’ মুক্তির আগেই ভারতের বিভিন্ন রাজ্যে অশান্তি, হরিয়ানায় ১৪৪ ধারা

পরিচালক সঞ্জয় লীলা বানশালির ‘পদ্মাবত’ ছবিটি মুক্তির কয়েক ঘণ্টা আগে ভারতের বেশ কয়েকটি রাজ্যে চরম উত্তেজনা-ভাঙচুর এবং অবরোধের ঘটনা ঘটেছে। ফলে, দেশটির পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসন পুলিশ পাহারায় ছবিটি প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমবঙ্গ ছাড়াও অন্য রাজ্য প্রশাসন কঠোরভাবে অশান্তি দমনের উদ্যোগ নিয়েছে।
Padmavat

পরিচালক সঞ্জয় লীলা বানশালির ‘পদ্মাবত’ ছবিটি মুক্তির কয়েক ঘণ্টা আগে ভারতের বেশ কয়েকটি রাজ্যে চরম উত্তেজনা-ভাঙচুর এবং অবরোধের ঘটনা ঘটেছে। ফলে, দেশটির পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসন পুলিশ পাহারায় ছবিটি প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমবঙ্গ ছাড়াও অন্য রাজ্য প্রশাসন কঠোরভাবে অশান্তি দমনের উদ্যোগ নিয়েছে।

পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশ বিশেষভাবে জানিয়েছে রাজ্য ও রাজধানী কলকাতায় যেসব প্রেক্ষাগৃহে ‘পদ্মাবত’ প্রদর্শন করা হবে সেখানে ‘বাড়তি পুলিশ’ মোতায়েন করবে প্রশাসন।

শুধু তাই নয়, ‘পদ্মাবত’ নিয়ে কোথাও কোনও রকম বিক্ষোভ-অশান্তি ছড়ানোর চেষ্টা করা হলে পুলিশ প্রশাসন তা কঠোর হাতে দমন করবে।

কলকাতা পুলিশের সদর দফতর লালবাজার থেকে পাঠানো এক বিবৃতিতে এভাবেই নিজেদের অবস্থান পরিষ্কার করেছে মমতার ব্যানার্জির পুলিশ প্রশাসন।

এদিকে আজ (২৩ জানুয়ারি) থেকেই ভারতের উত্তর প্রদেশ, হরিয়ানা, গুজরাট এবং মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইসহ বিভিন্ন জায়গায় করনি সেনা নামের একটি সংগঠন ‘পদ্মাবত’ মুক্তির বিরোধিতায় সহিংস আন্দোলনে নামে।

হরিয়ানার গুড়গ্রাম এলাকায় বহু বাস-ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। অশান্তি ঠেকাতে হরিয়ানায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

আহমেদাবাদ, ইন্দোরে জ্বলছে আন্দোলনের আগুন। গুজরাটের শিল্প-রাজধানী বলে পরিচিত আহমেদাবাদে পুড়িয়ে দেওয়া হয়েছে অন্তত ৫০টি মোটরসাইকেল। আজ সকাল থেকে গুড়গ্রামে অবরোধ করছে করনি সেনারা। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, “কোনোভাবেই ভারতে এই ছবি মুক্তি দিতে দেওয়া হবে না।” নতুন করে বানশালিকেও হুমকি দেওয়া হয়েছে।

এর আগে ভারতের সুপ্রিম কোর্ট পরিষ্কার এক নির্দেশনায় বলেছে, সেন্সরবোর্ড ছাড়পত্র দেওয়ার পর কোনো রাজ্যেই ‘পদ্মাবত’ মুক্তি দিতে কোনও বাধা নেই। কোনও রাজ্য শুধুমাত্র আইনশৃঙ্খলার অবনতির দোহাই দিয়ে ছবিটির মুক্তি রুখতে পারবে না। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বও রাজ্য সরকারের। তাই যদি কোথাও কোনও আইনশৃঙ্খলা অবনতির আভাস পাওয়া যায় সেটি রাজ্য সরকারই দেখবে।

ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত না কি শুধুই একটি কবিতার উপর ভিত্তি করে ‘পদ্মাবত’ চলচ্চিত্রটি তৈরি করা হয়েছে; সেটি নিয়ে এর আগে তীব্র বিতর্ক হয়। আর সেই বিতর্কের কারণে গত বছর ১ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা থাকলেও সেন্সরবোর্ড তাতে সম্মতি দেয়নি।

যদিও পরবর্তীতে নাম পরিবর্তন করে এবং ঘুমুর গানের দৃশ্যটি কাটছাঁট করে সেন্সরবোর্ডের সম্মতি পায় ৩০০ কোটি রুপি বাজেটের ছবি ‘পদ্মাবত’। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৫ জানুয়ারি ভারতসহ বিশ্বের ৩২টি দেশের সিনেমার পর্দায় দেখা যাবে অভিনেতা রণবীর সিং, শহিদ কাপুর এবং দীপিকা পাড়ুকোন অভিনীত বহু চর্চিত ‘পদ্মাবত’।

Comments