দুই ওপেনারকে আউট করতে বোলিং করলেন ১১ জনই!

প্রথম ইনিংসে ১৬৫ রান করা অলক কাপালীর শট। ছবি: সংগ্রহ

এমন দৃশ্য হরহামেশা দেখা যায় না। যদিও টেস্টে চারবার এমন হয়েছে। প্রথম শ্রেণিতে অনেকবারই। বৃহস্পতিবার বিসিএলের ম্যাচে পূর্বাঞ্চলের দুই ওপেনারকে নড়াতে হাত ঘুরিয়েছেন মধ্যাঞ্চলের ১১ জনই। তবু টলানো যায়নি তাদের।  

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বিসিএলের তৃতীয় রাউন্ডের নিষ্প্রাণ ড্র হতে যাওয়া ম্যাচে আকর্ষণ বলতে এটুকুই। 

প্রথম ইনিংসে এক ডাবল সেঞ্চুরিসহ চার সেঞ্চুরিতে পূর্বাঞ্চল ইনিংস ঘোষণা করেছিল ৭৩৫ রান করে। জবাবে একদম খারাপ করেনি মধ্যাঞ্চলও। পাঁচ ফিফটিতে তাদের ইনিংস থেমেছে ৪২৮ রান করে। সর্বোচ্চ ৮৫ রান আসে রকিবুল হাসানের ব্যাট থেকে। পূর্বাঞ্চলের হয়ে ১৪৬ রানে ৭ উইকেট নেন সোহাগ গাজী।

মধ্যাঞ্চলকে ফলো অন না করিয়ে শেষ দিনে নিজেরাই ব্যাট করতে নামে পূর্বাঞ্চল। দুই ওপেনার মেহেদী মারুফ ১১২ ও তাসামুল হক ১০৮ রান করে অপরাজিত থাকেন। তাদের আউট করতে মধ্যাঞ্চলের ১১ জনই বোলিং করেছেন। নিয়মিত উইকেট রক্ষক ইরফান শুকুরও ৩ ওভার বল করতে এলে তখন কিপিং গ্লাভস যায় সাদমান ইসলামের হাতে।  

এতজন বোলার ব্যবহার করেও অধিনায়ক মার্শাল আইয়ুব পাননি সাফল্য। তবে এই ১১ জন মিলেও মোটে বোলিং করেছেন ৫২ ওভার। তাতে বিনা উইকেটে ২২৬ রান তুলেছে পূর্বাঞ্চল। 

Comments

The Daily Star  | English

Bangladesh asks India to halt border push-ins, cites security concerns

The move follows reports that BSF pushed in around 300 people into Bangladesh between May 7 and May 9

41m ago