অভিন্ন প্রশ্নপত্রে এবারের এসএসসি পরীক্ষা
সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে এবারের এসএসসি পরীক্ষা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সেই সাথে আগামীকাল থেকেই দেশের সব কোচিং সেন্টারও বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
আজ শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রী।
সংবাদ সম্মেলনে জানান শিক্ষাসচিব সোহরাব হোসেন জানান, একই পরীক্ষায় বিভিন্ন বোর্ডে ভিন্ন ভিন্ন মানের প্রশ্ন ও উত্তরপত্রের মূল্যায়ন হচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে অভিন্ন প্রশ্নপত্র প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে।
শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, ২০১৪ সাল পর্যন্ত কয়েক বছর অভিন্ন প্রশ্নপত্রে এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হয়েছিল।
অন্যদিকে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার প্রায় এক সপ্তাহ বাকি থাকতেই আগামীকাল থেকে দেশের সব কোচিং সেন্টারের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।
Comments