জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ৮ ফেব্রুয়ারি
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ৮ ফেব্রুয়ারি। আজ বৃহস্পতিবার মামলায় উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আখতারুজ্জামান রায়ের এ দিন ঠিক করেন।
অনাথ শিশুদের জন্য অনুদান হিসেবে আসা দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমানসহ আরও চার জনের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন।
এর আগে গত ১৯ ডিসেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে আসামীদের সর্বোচ্চ সাজা দাবি করে রাষ্ট্রপক্ষ।
Comments