ফাইনালের দলে ফিরলেন ইমরুল
ত্রিদেশীয় সিরিজে প্রথম দুই ম্যাচের জন্যে ১৬ জনের স্কোয়াডে ছিলেন ইমরুল কায়েস। পরের দুই ম্যাচের দলে তাকে বাদ দিয়েই দেওয়া হয়েছিল দল। এবার ফাইনালের জন্যে দেওয়া দলে ফের ফিরেছেন তিনি।
দল থেকে বাদ পড়ার পর বিসিএলের তৃতীয় রাউন্ড খেলেছেন ইমরুল। সেখানে হাঁকিয়েছেন স্ট্রোক ঝলমলে সেঞ্চুরি। ১৪ চার আর ৬ ছক্কায় ১১৮ রান করে দিয়ে রাখেন ছন্দে থাকার বার্তা।
ওদিকে তিন বছর পর দলে ফেরা এনামুল হক বিজয় চার ম্যাচে সুযোগ পেয়ে হয়েছেন ব্যর্থ। ১৯, ৩৫, ১, ০ –মোট ৫৫ রান আসে তার ব্যাট থেকে। শ্রীলঙ্কার বিপক্ষে ৮২ রানে গুটিয়ে যাওয়ার দিনে এনামুলের আউটের ধরণ নিয়েও উঠেছে প্রশ্ন।
এই একটি ছাড়া দলে আর কোন অদল-বদল নেই।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি মর্তুজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবুল হাসান রাজু, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, সানজামুল ইসলাম।
Comments