ভারতের কাছে হেরে যুব বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়
আগে ব্যাট করা ভারতের কাছ থেকে পাওয়া লক্ষ্যটা ছিল নাগালের মধ্যেই। তবে সে লক্ষ্যে নেমে জেতার তাগদ দেখা গেল না জুনিয়র টাইগারদের। ব্যাটিং ব্যর্থতায় বিশাল হারে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ।
শুক্রবার কুইন্সটাউনে ভারতের করা ২৬৫ রানের জবাবে মাত্র ১৩৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ম্যাচ হারে ১৩৪ রানের বিশাল ব্যবধানে।
বাংলাদেশ সময় ভোররাতে শুরু হওয়া ম্যাচে টস জিতে ব্যাট করতে যায় ভারত। শুরুতেই দলকে সাফল্য এনে দেন রবিউল হক। ভারতের ওপেনার মানজুত কারলাকে ফিরিয়ে দেন ১৬ রানেই। কিন্তু দ্বিতীয় উইকেটে অধিনায়ক পৃথ্বী শাও আর শুভমান গিল মিলিয়ে বদলে দেন ছবি। ৮৬ রানের দারুণ এক জুটিতে গড়ে দেন ভীত। শাও ৪০ করে ফিরলেও গিল যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। ৮৬ রানে তাকে ফিরিয়েছেন নাঈম হাসান।
পরের দিকে বাংলাদেশের বোলাররা ম্যাচে ফিরলেও অভিষেক শর্মার ফিফটিতে ২৬৫ রান করে অল আউট হয় ভারত। কাজি অনিক ৪৮ রানে নেন ৩ উইকেট।
২৬৬ রানের লক্ষ্যে নেমে ২৩ রানে প্রথম উইকেট হারিয়ে শুরু বাংলাদেশের। ইনফর্ম নাঈম শেখ ফেরেন ১২ রান করে। আরেক ওপেনার পিনাক ঘোষ ছিলেন অবিচল। একমাত্র তার ব্যাট থেকেই এসেছে কিছুটা প্রতিরোধ। অধিনায়ক সাইফ হাসান, তৌহিদ হৃদয়, আফিফ হোসেনরা আসা যাওয়ার মিছিলে ডুবিয়েছেন দলকে। ১৩৪ রানেই থেমে যাওয়া বাংলাদেশের ইনিংসের মূল হন্তারক পেসার কমলেশ নাগরকটি। মাত্র ৭ ওভার বল করে ১৮ রানে ৩ উইকেট নেন তিনি।
Comments