হাথুরুসিংহের কাছ থেকে বিশ্বাস নিয়ে শ্রীলঙ্কার এমন ফল!

Dinesh Chandimal
ত্রিদেশীয় সিরিজের শিরোপা হাতে শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত অধিনায়ক দিনেশ চান্দিমাল। ছবি: ফিরোজ আহমেদ
কদিন আগেও বাংলাদেশের প্রধান কোচ ছিলেন চণ্ডিকা হাথুরুসিংহে। এখন তিনি লঙ্কানদের দায়িত্ব। ত্রিদেশীয় সিরিজের আগে বাংলাদেশের দায়িত্ব ছেড়ে যাওয়া নিয়ে বিতর্কে তিনি ছিলেন আলোচনায়। দলের ভারপ্রাপ্ত অধিনায়ক দিনেশ চান্দিমাল বলছেন, কোচই বদলে দিয়েছেন দলের ভাষা।

টুর্নামেন্টে শুরুটা মোটেও ভালো ছিল না শ্রীলঙ্কার। জিম্বাবুয়ের কাছে হারার পর বাংলাদেশের কাছে ১৬৩ রানের হার। দুই হারের পর ছিল খাদের কিনারে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে টানা তিন জয়ে জিতে নিয়েছে শিরোপা। এতে কোচের অবদান কতুকুটু,‘আমরা সবাই জানি তিনি সত্যিই খুব ভাল কোচ। তিনি আমাদের সবাইকে অনেক আত্মবিশ্বাস জুগিয়েছেন,। এটাই মূল বিষয়। যদি আপনি কোচের ওপর আস্থা  রাখতে পারেন সেক্ষেত্রে ভাল ফল আসবে। সেটাই তিনি করলেন।’


কৃতিত্ব আছে সবার। তবে আলাদা করে কোচের কথাই বললেন চান্দিমাল। দায়িত্বের অল্প সময়েও নাকি দলকে এই পর্যায়ে এনেছেন হাথুরুসিংহে , ‘খেলোয়াড়, কোচ, ম্যানেজমেন্ট, নির্বাচক এবং অ্যাঞ্জেলো ম্যাথুসসহ শ্রীলঙ্কা ক্রিকেটের সবার সম্মিলিত কঠোর পরিশ্রমেই এটা হয়েছে। তিনিই দলকে এ পর্যায়ে এনেছেন, সুতরাং কৃতিত্ব তাকে দিতেই হবে। ’

গেল কদিন একের পর এক হারে তলানিতে চলে গিয়েছিল শ্রীলঙ্কা। এমন একটা জয়ের আশায় ছিলেন তারা। দুহাতে তোলে নিতে চেয়েছিলেন সুখের সময়, ‘এটা সত্যিই আমাদের জন্য খুব সুখের মুহূর্ত। এমনটাই আমরা চেয়েছিলাম, সিরিজ জিততে। আমরা সুযোগটা দুই হাতে দখল করলাম।’

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

35m ago