এক সাকিবের বদলে টেস্ট দলে দুজন
চোটে পড়ে প্রথম টেস্টের দল থেকে বাদ পড়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। তার বদলে দলে নেওয়া হয়েছে দুই স্পিনারকে। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন তানবীর হায়দার ও সানজামুল ইসলাম।

চোটে পড়ে প্রথম টেস্টের দল থেকে বাদ পড়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। তার বদলে দলে নেওয়া হয়েছে দুই স্পিনারকে। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন তানবীর হায়দার ও সানজামুল ইসলাম।
এর আগে ওয়ানডে খেললেও টেস্ট খেলা হয়নি তানবীর ও সানজামুলের। নিউজিল্যান্ডে খেলছেন দুই ওয়ানডে। এবার পেলেন টেস্ট দলে ডাক। এদিকে ত্রিদেশীয় সিরিজে ভালো খেলার ফল পেয়েছেন বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম। প্রথমবারের মতও তিনিও ডাক পেয়েছেন টেস্ট দলে।
এর আগে ওয়ানডে খেললেও টেস্ট খেলা হয়নি তানবীর ও সানজামুলের। নিউজিল্যান্ডে খেলছেন দুই ওয়ানডে। এবার পেলেন টেস্ট দলে ডাক। এদিকে ত্রিদেশীয় সিরিজে ভালো খেলার ফল পেয়েছেন বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম। প্রথমবারের মতও তিনিও ডাক পেয়েছেন টেস্ট দলে।
এই দুজনসহ বাংলাদেশ দলে স্পিনারের সংখ্যা পাঁচজন।
চট্টগ্রাম টেস্টের বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম রাব্বি, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, নাঈম হাসান, সানজামুল ইসলাম, তানবীর হায়দার।
Comments