বাংলা চ্যানেল পাড়ি দিলেন প্রথম ব্রিটিশ নাগরিক
ব্রিটেনের একজন নারী সংবাদিক বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন। তিনি আজ টেকনাফ থেকে সেন্টমার্টিন দ্বীপের মধ্যবর্তী ১৬ কিলোমিটার সাগর পাড়ি দেন। ব্রিটিশ নাগরিকদের মধ্যে তিনিই প্রথম এই চ্যানেল পাড়ি দিলেন।
সাংবাদিকতার পাশাপাশি সুইমিং ইন্সট্রাক্টর হিসেবেও কাজ করেন বেকি হোর্সব্রাগ। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) জন্য সাংবাদিকতা করছেন। মোবাইল ফোন বার্তায় তিনি দ্য ডেইলি স্টারকে জানান, সকাল ৯টা ২০ মিনিটে তিনি টেকনাফ থেকে সেন্টমার্টিনের উদ্দেশে সাঁতার শুরু করেন। ৪ ঘণ্টা ৪৫ মিনিট সাঁতরে তিনি প্রবাল দ্বীপটির সৈকতে গিয়ে পৌঁছান।
বাংলাদেশের একটি বেসরকারি সংস্থা সেন্টার ফর ইঞ্জুরি প্রিভেনশন এন্ড রিসার্চ-এর জন্য তহবিল সংগ্রহের জন্য তিনি সাঁতরে বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন।
Comments