খেলা

এত আগে ডাক পাওয়ার কথা ভাবেননি নাঈম

নিউজিল্যান্ডে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হারার পর বিষণ্ণ ছিলেন নাঈম হাসান। তখনই পেলেন দারুণ এক খবর। শ্রীলঙ্কা সিরিজে প্রথম টেস্টের দল ডাক পেয়েছেন তিনি। শুরুতে খবরটা বিশ্বাস করতে পারেননি। জাতীয় দলে আসার স্বপ্ন থাকলে এত আগে এটা হবে ভাবনাতেও ছিল না তার।
Nayeem Hasan
ফাইল ছবি: রাজীব রায়হান

নিউজিল্যান্ডে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হারার পর বিষণ্ণ ছিলেন নাঈম হাসান। তখনই পেলেন দারুণ এক খবর। শ্রীলঙ্কা সিরিজে প্রথম টেস্টের দল ডাক পেয়েছেন তিনি। শুরুতে খবরটা বিশ্বাস করতে পারেননি। জাতীয় দলে আসার স্বপ্ন থাকলে এত আগে এটা হবে ভাবনাতেও ছিল না তার।

যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হারার পর যখন স্থান নির্ধারনী ম্যাচে ব্যস্ত যুবদল। নাঈমকে তখন ধরতে হয়েছে দেশের বিমান। হাজার পাড়ি দেওয়ার ক্লান্তি উবে গেছে বড় এক রোমাঞ্চে, ‘খুব ভালো গেল। ভালো। জার্নিও খুব ভালো। ম্যাচ শেষে জানলাম টেস্ট দলে ডাক পেয়েছি। আসতেও খুব ভালো লাগ। ম্যানেজার থেকে জানতে পেরেছি ম্যাচের পর।’

অনূর্ধ্ব-১৯ দলে ভালো করার পর জাতীয় দলে ডাক পান মেহেদী হাসান মিরাজ। নাঈমেরও ইচ্ছা ছিল সেরকম। তবে তাকে অবাক করে দিয়ে ডাক এল এরও আগে,

‘আমার ইচ্ছা ছিল অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ শেষ হয়ার পর মিরাজ (মেহেদী হাসান) ভাইয়ের মতো ডাক পাব। এখন আগে পেয়েছি। এত আগে পাব সেটা ভাবিনি।’

উচ্চতায় পাক্কা ছ’ফুট। অফ স্পিন করতে গিয়ে উইকেট থেকে আদায় করতে পারেন বাড়তি বাউন্স।

‘বাউন্সটা ভাল পাই।। বাংলাদেশের উইকেটে টার্ন পাওয়া যায়। উইকেট বুঝে বল করতে হবে। বাড়তি বাউন্স পাওয়াটাই আমার সবচেয়ে শক্তি।’

অফ স্পিনার নাঈম শুরুতে পেস বল করতেন, কোচদের পরামর্শ হয়ে যান স্পিনার,

‘ক্রিকেট শুরু করেছি পেস বল দিয়ে। তখন হাইট এত বেশি ছিল না। এক্বডেমিতে বড় ভাইরা বলেছে তুমি স্পিনার হও। তখন কোচ বাইরে ছিল, আসার পর উনার সাথে কথা বলেছে স্পিনার হও।’

চট্টগ্রামের ছেলে অপেক্ষায় আছেন ঘরের মাঠে টেস্ট অভিষেকের। একাদশে থাকলে পারলে হয়ে যাব বৃত্তপূরণও, ‘এই মাঠে এনসিএল, বিসিএল, বিপিএল সব ডেব্যু হয়েছে। সুযোগ পেলে নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করব।’

 

Comments

The Daily Star  | English

Cox's Bazar Express sets off on first journey

The Cox's Bazar Express started its maiden journey from Cox's Bazar Railway Station with 1,020 passengers

1h ago