‘সাকিব না থাকায় দল সাজানো নিয়ে হিমশিম খাচ্ছে বাংলাদেশ’
এই সিরিজে দিয়েই অধিনায়ক হিসেবে টেস্টে ফেরার কথা ছিল সাকিব আল হাসানের। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাওয়া চোটে এখন দলেই নেই তিনি। র্যাঙ্কিয়ে বিশ্বের শীর্ষ অলরাউন্ডারকে না পাওয়া বাংলাদেশের জন্য অসুবিধার মনে করছেন শ্রীলঙ্কার প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ টেস্ট সিরিজে বিশ্রাম চেয়ে সরে গিয়েছিলেন সাকিব। সেসময় বাংলাদেশের দায়িত্বে থাকা সাকিবের এই সিদ্ধান্তে ছিলেন অখুশি। এবার টেস্টে সাকিবকে হতেন তার প্রতিপক্ষ। হাথুরুসিংহে মনে করছেন সাকিব না থাকায় দল সাজাতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ,
‘দুর্ভাগ্যজনকভাবে সাকিব নেই। এটা ওদের (বাংলাদেশের) জন্য অসুবিধাজনক ব্যাপার। এটা একাদশ নির্বাচন করতে ওদেরকে ফ্যাসাদে ফেলবে। আমার মনে হয় এই কারণেই তারা আরও স্পিনার নিয়ে ভারসাম্য আনতে চেয়েছে।’
লঙ্কান অধিনায়ক অবশ্য সাকিবের অনুপস্থিতিতে পাওয়া সুবিধা মাথায় আনতে চান না, ‘দুর্ভাগ্যজনকভাবে শেষ খেলার সাকিব চোটে পড়েছে। তবে দল হিসেবে আমরা এটা নিয়ে ভাবছি না। আমার মাথায় পুরো সিরিজটাই আছে।’
নিয়মিত অধিনায়ক তো বটেই, দলের সেরা খেলোয়াড় না থাকা ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহর কাছে বিপর্যয়ের মতই।
‘সাকিবকে হারানো আমাদের দলের জন্য বড় একটা বিপর্যয়ই বলতে হবে। ওর মতো টপ ক্লাস ক্রিকেটারকে মিস করা দলের জন্য অবশ্যই ক্ষতিকর একটা জিনিস।’
Comments