খেলা

বাংলাদেশকে ৫০০ রানের নিচে আটকাতে চায় শ্রীলঙ্কা

শেষ বিকেলে তড়িৎ দুই উইকেট হারালেও চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের পর শক্ত অবস্থানে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৩৭৪ রান, হাতে আছে এখনো ৬ উইকেট। শ্রীলঙ্কান ব্যাটিং কোচ থিলান সামারাবীরা মনে করেন এই অবস্থা থেকে বাংলাদেশকে ৫০০ রানের নিচে আটকাতে পারাই হবে তাদের সাফল্য।
Mominul-Mahmudullah
দিনশেষে ক্রিজে আছেন মুমিনুল ও মাহমুদউল্লাহ। ছবি: ফিরোজ আহমেদ

শেষ বিকেলে তড়িৎ দুই উইকেট হারালেও চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের পর শক্ত অবস্থানে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৩৭৪ রান, হাতে আছে এখনো ৬ উইকেট। শ্রীলঙ্কান ব্যাটিং কোচ থিলান সামারাবীরা মনে করেন এই অবস্থা থেকে বাংলাদেশকে ৫০০ রানের নিচে আটকাতে পারাই হবে তাদের সাফল্য।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উইকেটে বাড়বে টার্ন। টস জিতে তাই ব্যাটিং নিতে দ্বিধা করেনি বাংলাদেশ। তবে প্রথম দিনে অন্তত স্পিনাররা পাননি বাড়তি সুবিধা, সুযোগ কাজে লাগিয়ে তরতর করে বাংলাদেশ বাড়িয়েছে রানের চাকা। ওভারপ্রতি চারের পর রান করে বাংলাদেশের লক্ষ্য বড় সংগ্রহ। তাতে বাধ সাধতে চাইছেন সামারাবীরা, ‘শেষ দিকে দুই উইকেট আমাদের জন্য বড় ব্যাপার ছিল। কাল বাংলাদেশকে প্রথম সেশনে আরও চাপে রাখতে পারব। তাদেরকে ৫০০ রানের নিচে রাখতে চাই। আমার মনে হয় এটা করা গেলেই খুব ভালো প্রচেষ্টা হবে।’

প্রথম দিনে পিচের মতিগতি দেখে ব্যাট করার জন্য আদর্শ মনে হচ্ছে সামারাবীরার, ‘আমাদের এখনো ব্যাট করা বাকি। এখনি তাই কিছু বলা শক্ত। মনে হয় এটা ব্যাটিংয়ের জন্য ভালো উইকেট।’

পুরো দিনে ৮৬ স্ট্রাইকরেটে ১৭৫ করা মুমিনুলই এলোমেলো দিয়েছেন লঙ্কান বোলারদের দিশা, ‘মুমিনুল খুব ভালো ব্যাট করেছে। স্পিনের বিপক্ষে তার অ্যাপ্রোচ ছিল দারুণ। বোলারদের জন্য পরিস্থিতিটা কঠিন হয়ে যায়। আমাদের আরও ভাল বল করা উচিত ছিল। আজ অন্তত ৪০ রান বেশি দিয়েছি।’

Comments

The Daily Star  | English

Three firms spending Tk 1,000cr on first private submarine cable

Three private licensees of submarine cable -- Summit Communications, CdNet Communications and Metacore Subcom Ltd -- have formed a consortium to install the cable

3h ago