তিন ঘণ্টা পর উত্তরবঙ্গের সাথে রেল যোগাযোগ চালু
মালবাহী দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় ঢাকা থেকে উত্তরের জেলাগুলোর রেল যোগাযোগ তিন ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে। বৃহস্পতিবার সকালে পাবনার ভাঙ্গুরা স্টেশনে এই দুর্ঘটনা হয়।
বাংলাদেশ রেলওয়ের পাকশি ডিভিশনাল কর্মকর্তা অসীম কুমার তালুকদার জানান, সকাল ৭টার দিকে দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষের পর রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।
পাকশি থেকে একটি উদ্ধারকারী ট্রেন গিয়ে যোগাযোগ চালু করে বলে তিনি জানিয়েছেন।
Comments