জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার যুক্তি-তর্ক ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত
আজ (১ ফেব্রুয়ারি) থেকে এসএসসি পরীক্ষা শুরু হওয়ায় রাজধানীতে যানজট এড়াতে আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার যুক্তিতর্ক।
মামলার সরকারি কৌসুলি মোশাররফ হোসেন কাজল দ্য ডেইলি স্টারকে বলেন, “এসএসসি পরীক্ষা শুরু হওয়ায় নগরীতে যান চলাচল স্বাভাবিক রাখার জন্য রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে বিশেষ আদালত-৫ মামলার যুক্তি-তর্কের তারিখ পিছিয়ে দেন।”
মামলার অন্যতম অভিযুক্ত বিএনপির চেয়ারপারসন আজ সকাল ১১টা ২৫ মিনিটের দিকে আদালতে হাজিরা দিতে আসেন এবং দুপুর দেড়টার দিকে আদালত ত্যাগ করেন।
মামলার নতুন তারিখ নির্ধারণের আগে বিচারক মোহাম্মদ আখতারুজ্জামান মামলার অপর অভিযুক্ত জিয়াউল ইসলাম মুন্নার আইনজীবীর ভাষ্য রেকর্ড করেন। অভিযুক্ত ব্যক্তির পক্ষ থেকে এই মামলাকে “ভিত্তিহীন” বলে অভিহিত করা হয়।
ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে অজানা উৎস থেকে অর্থ সংগ্রহ করার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০১১ সালের আগস্ট মাসে তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করে।
মামলার অপর অভিযুক্ত ব্যক্তিরা হলেন বিএনপি নেতা হারিস চৌধুরী এবং মনিরুল ইসলাম খান। অভিযুক্তদের মধ্যে হারিস চৌধুরী পলাতক রয়েছেন।
Comments