কলকাতায় এক মঞ্চে জেমস, ঐশী

ভালোবাসা দিবসে কলকাতায় প্রথমবারের মতো লাইভ কনসার্টের আয়োজন করতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ)। এই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন জেমস এবং ঐশী।
James and Oyshee
সংগীতশিল্পী জেমস এবং ঐশী। ছবি: দ্য ডেইলি স্টার

ভালোবাসা দিবসে কলকাতায় প্রথমবারের মতো লাইভ কনসার্টের আয়োজন করতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ)। এই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন জেমস এবং ঐশী।

কলকাতার নজরুল মঞ্চে ১৪ ফেব্রুয়ারি বিকেল পাঁচটায় অনুষ্ঠান শুরু হয়ে চলবে রাত ১১টা পর্যন্ত। ‘গান পিরিতি’ নামের এই অনুষ্ঠানে জেমস ও ঐশী ছাড়াও কলকাতা থেকে অংশ নিচ্ছেন অনুপম রায়, ইমন চৌধুরী, সাহানা বাজপায়ি এবং ফসিলস।

ঐশী দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “কলকাতার ভেঙ্কটেশের মতো নামি প্রযোজনা প্রতিষ্ঠানের লাইভ অনুষ্ঠানে গান গাওয়ার জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে এতো বড় বড় শিল্পীদের সঙ্গে একই মঞ্চে গান করব-- এটি আমার জন্য অনেক বড় অর্জন বলে মনে করি।”

“অনুষ্ঠানে নিজের গানের পাশাপাশি কয়েকটি ফোক গান করবো,” যোগ করেন ঐশী।

Comments

The Daily Star  | English

Hasina’s energy adviser Tawfiq-e-Elahi held

Former prime minister Sheikh Hasina’s energy adviser Tawfiq-e-Elahi Chowdhury was arrested from the capital’s Gulshan area last night.

4h ago