‘মুমিনুল মানুষ ছোট, কিন্তু কাজ করে বড়, হৃদয়টাও বিশাল’
বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে শারীরীক গড়নে সবচেয়ে ছোটখাটো মুমিনুল হক। কিন্তু চট্টগ্রাম টেস্টে তিনিই করেছেন সবচেয়ে বড় কাজ। দেশের আর কারো এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করার কীর্তি নেই। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানালেন মুমিনুল দেখতে ছোট, কাজ করে বড় তার হৃদয়টাও বিশাল।
প্রথম ইনিংসে মুমিনুলের ১৭৬ রানের ইনিংসে ৫১৩ করতে পারে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ম্যাচ বাঁচানো ১০৫ রানের ইনিংস খেলেন তিনি। টেস্ট ক্যারিয়ারে করে ফেলেছেন ছয় সেঞ্চুরি। অধিনায়ক পাশে বসেই প্রশংসা করলেন দলের সেরা পারফর্মারকে, ‘মানুষ ছোট, কিন্তু কাজ বড় করে। একট কথা বলবো। ওর হৃদয়টা বিশাল। হি ইজ আ বিগ হার্টেট ম্যান এবং এ জন্যই ও আল্লাহর রহমতে বাংলাদেশের জন্য ধারাবাহিকভাবে ভালো করছে। দোয়া করি সামনে ও আরো ভালো করবে।’
৩ উইকেটে ৮১ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। শেষ দিনে শঙ্কা ছিল ম্যাচ হারারও। তবে চতুর্থ উইকেটে ১৮০ রানের জুটিতে মুমিনুল হক ও লিটন দাস দূর করেছেন সব শঙ্কা। অধিনায়ক বাহবা দিলেন তাদের, ‘মুমিনুল ও লিটন আজ খুব ভালো ইনিংস খেলেছে। আমার মনে হয় যে, ওদের ইনিংস খুবই ফাইটিং নক ছিলো। খুব ভালো লেগেছে। ওদের পারফর্ম্যান্সে আমি খুবই খুশি।’
Comments