সিলেটের উদ্দেশে খালেদা জিয়া
হজরত শাহজালাল (র.) ও হজরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারত করতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সিলেটের উদ্দেশে রওনা হয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক প্রচারণা শুরু করার অংশ হিসেবে সিলেট সফরে যাচ্ছেন খালেদা।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের একজন সদস্য জানান, আজ সোমবার সকাল ৯টার দিকে খালেদা জিয়া তার গুলশানের বাসভবন থেকে সিলেটের উদ্দেশে রওনা হন।
এর আগে গত ৩০ জানুয়ারি হজরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। সেখানে জনসভায় তিনি আগামী নির্বাচনে ‘নৌকা’ মার্কায় ভোট দেওয়ার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানান।
Comments