রুপা হত্যা মামলার রায় ১২ ফেব্রুয়ারি

আইনের ছাত্রী রুপা খাতুন হত্যা মামলার রায় আগামী ১২ ফেব্রুয়ারি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন টাঙ্গাইলের একটি আদালত।
rupa khatun
রুপা খাতুন।

আইনের ছাত্রী রুপা খাতুন হত্যা মামলার রায় আগামী ১২ ফেব্রুয়ারি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন টাঙ্গাইলের একটি আদালত।

টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের ভারপ্রাপ্ত বিচারক আবুল মনসুর মিয়া আজ (৫ ফেব্রুয়ারি) বাদী-বিবাদীদের যুক্তি-তর্ক শেষে এই ঘোষণা দেন।

মামলার পাঁচ আসামিই কারাগারে রয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ আগস্ট পুলিশ মধুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে। এর পরদিন ময়নাতদন্ত শেষে তার লাশ টাঙ্গাইলের কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়। এসময় মধুপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ২৭ আগস্ট মধুপুরের একটি বাস সার্ভিসের পাঁচজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর আটককৃত ব্যক্তিরা ঘটনার সঙ্গে তাদের জড়িত থাকার কথা স্বীকার করে।

গত ২৯ ও ৩০ আগস্ট টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেটের আদালত আসামিদের জবানবন্দি রেকর্ড করে তাদেরকে কারাগারে পাঠিয়ে দেন।

আদালতের নির্দেশ অনুযায়ী ৩১ আগস্ট পুলিশ রুপার মরদেহ উত্তোলন করে তা তার পরিবারের কাছে হস্তান্তর করে। এরপর, সিরাজগঞ্জের তারাশ উপজেলায় রুপাকে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়।

Comments