ঢাকায় বিমানবন্দরের কাছে দেয়াল ধসে ১ জন নিহত

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি দেয়াল ধসে ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
ঢাকায় বিমানবন্দরের কাছে একটি দেয়াল ধসে পড়ার পর ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা। ছবি: জামিল খান

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি দেয়াল ধসে ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

বিমানবন্দর থানার ওসি নুরে আজম মিয়াঁ দ্য ডেইলি স্টারকে জানান নিহত ব্যক্তির নাম গোলাম মোস্তফা (৪০)। পেশায় তিনি একজন নির্মাণ শ্রমিক।

ওসি বলেন, সকাল ১০টার দিকে বিমানবন্দরসংলগ্ন কাস্টমসের সিঅ্যান্ডএফ ভবনের কাছের একটি দেয়াল ধসে পড়ে।

ঘটনার পর পরই ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালায়। দুপুর সোয়া ১টার দিকে গোলাম মোস্তফার লাশ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের উত্তরা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, একটি পুরনো দেয়াল ধসে পড়ায় কয়েকজন আটকা পড়েছিলেন।

দুর্ঘটনার সময় চার জন শ্রমিক সেখানে কাজ করছিলেন। হঠাৎ দেয়ালটি ধসে পড়লে তারা আটকা পড়েন।

Click here to read the English version of this news

Comments