রাষ্ট্রপতি পদে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলেন আবদুল হামিদ

president abdul hamid
রাষ্ট্রপতি আবদুল হামিদ। ছবি: স্টার ফাইল ফটো

রাষ্ট্রপতি পদে দ্বিতীয় মেয়াদের জন্যে নির্বাচিত হয়েছেন আবদুল হামিদ। এই পদে প্রার্থী হিসেবে আর কেউ ছিলেন না।

প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা রাজধানীর নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে আজ (৭ ফেব্রুয়ারি) এই ঘোষণা দেন।

রাষ্ট্রপতি পদের জন্যে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিলো গত ৫ ফেব্রুয়ারি। শুধুমাত্র ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে এই পদে আবদুল হামিদের মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত ৫ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনারের কাছে এই মনোনয়নপত্র জমা দেন।

২০১৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতি পদে বহাল হওয়ার পর আগামী ২৩ এপ্রিল আবদুল হামিদের মেয়াদ শেষ হবে। সংবিধানের ১২৩ ধারা অনুযায়ী রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার ৬০ থেকে ৯০ দিনের মধ্যে এই পদে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।

রাষ্ট্রপতি হওয়ার আগে আবদুল হামিদ সাতবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং দুবার স্পিকারের দায়িত্ব পালন করেছিলেন।

২০১৩ সালের ১০ মার্চ তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হওয়ার পর ১৪ মার্চ আবদুল হামিদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। জিল্লুর রহমান ৮৪ বছর বয়সে সিঙ্গাপুরে সে বছরের ২০ মার্চ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর ২৪ এপ্রিল রাষ্ট্রপতি নির্বাচিত হন আবদুল হামিদ।

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

36m ago