খালেদাকে কারাগারে নেওয়া হচ্ছে
একটু আগে দেওয়া রায়ের ফলে এখন খালেদা জিয়াকে পুরনো ঢাকার কারাগারে নেওয়া হচ্ছে। জামিন না পাওয়া পাওয়া পর্যন্ত তাকে নাজিউমদ্দিন রোডের এই কারাগারে থাকতে হবে।
কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে একটি সাদা রঙের ফোর হুইল ড্রাইভ গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে।
বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো সাবেক প্রধানমন্ত্রীকে দুর্নীতির কারণে কারাবরণ করতে হল।
এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের কারাণ্ডের সাজা ঘোষণা করেছেন ঢাকার বিশেষ জজ আদালত।
রাজধানীর বকশীবাজারে স্থাপন করা বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আখতারুজ্জামান খালেদা জিয়ার উপস্থিতিতে ৬৩২ পৃষ্ঠা রায়ের সারসংক্ষেপ পড়ে সাজা ঘোষণা করেন।
Comments