এই রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত: ফখরুল

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ডের রায়কে “রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত” বলে মন্তব্য করলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
mirza fakhrul islam alamgir
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ডের রায়কে “রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত” বলে মন্তব্য করলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতে রায় ঘোষণা দেওয়ার সময় উপস্থিত ছিলেন মির্জা ফখরুল। তিনি বলেন, “এই রায় রাজনৈতিক প্রতিহিংসা দ্বারা প্রভাবান্বিত।”

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি নেত্রীকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ মামলায় খালেদার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও বাকি চার আসামি প্রত্যেককে ১০ বছরের কারাদণ্ড দেওয়ার পাশাপাশি দুই কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়।

Comments

The Daily Star  | English

Govt fixes chicken, egg prices

Sonali chicken Tk 269.54, broiler Tk 179.59, egg Tk 11.87

40m ago