‘তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান’
বিএনপির সিনিয়র নেতা নজরুল ইসলাম খান আজ (৮ ফেব্রুয়ারি) বলেন যে বিএনপির বর্তমান সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতের বাইরে নজরুল ইসলাম খান সাংবাদিকদের এ কথা বলেন।
নজরুল ইসলাম খানের বরাত দিয়ে আমাদের সংবাদদাতা ঘটনাস্থল থেকে জানান, দলের গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমান ভারপ্রাপ্ত প্রধান হবেন এবং দল পরিচালনায় নির্দেশনা দিবেন।
উল্লেখ্য, ঢাকার একটি বিশেষ আদালত আজ দুপুরে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি নেত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন।
Comments