আজ থেকে বিএনপির ২ দিনব্যাপী প্রতিবাদ সভা
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারাদণ্ডের প্রতিবাদে দলটির পক্ষ থেকে আজ (৯ ফেব্রুয়ারি) থেকে সারাদেশে দুই দিনব্যাপী বিক্ষোভ-সমাবেশের আয়োজন করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার জুমার নামাজের পর সব জেলা, উপজেলা, থানা ও মহানগরে প্রতিবাদ সভার আয়োজন করা হবে।
বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, “খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।”
খালেদা জিয়ার বিরুদ্ধে রায়ের প্রতিবাদে শনিবারও (১০ ফেব্রুয়ারি) সারাদেশে বিক্ষোভ, প্রতিবাদ সভার আয়োজন করা হবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির দায়ে বিএনপি প্রধানকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই মামলায় খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও আরো চারজনকে ১০ বছরের কারাদণ্ড এবং প্রত্যেককে দুই কোটি ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
Comments