এই উইকেট পড়ে থাকার চেষ্টা কঠিন: হেরাথ
শ্রীলঙ্কার দেওয়া ৩৩৯ রানের লক্ষ্যের জবাবে আড়াই দিন হাতে পেয়েও বাংলাদেশ ছিল আগ্রাসী। ব্যাট করতে নেমে সারাক্ষণই অস্থির খেলতে থাকা মাহমুদউল্লাহর দল গুটিয়ে যায় ১২৩ রানে। খেলতে পারেনি ৩০ ওভারও। তবে বাংলাদেশের এমন অ্যাপ্রোচে অবাক নন রঙ্গনা হেরাথ।
এই টেস্টের প্রথম ইনিংসে উইকেট পাননি হেরাথ। অবশ্য বল করেছিলেন ১২ ওভার। দ্বিতীয় ইনিংসেও প্রায় সমান ওভার বল করে নিয়েছেন ৪৯ রানে ৪ উইকেট। টেস্টে ৪১৫ উইকেট পেয়ে টপকে গেছেন ওয়াসিম আকরামকে। টেস্টে এখন বাঁহাতি বোলারদের মধ্যে তিনিই সর্বাধিক উইকেট নেওয়া বোলার।
এই সিরিজের আগেই বাংলাদেশের চিন্তার কারণ ছিলেন হেরাথ। অভিজ্ঞ এই স্পিনার চট্টগ্রামে নিজের মনের মতো পিচ পাননি, মিরপুরে পেয়ে ঠিকই ভুগিয়েছেন বাংলাদেশকে। এই উইকেটে বাংলাদেশের অভিপ্রায়ে অবাক নন তিনি, ‘অ্যাপ্রোচ আসলে দুই ধরনের হয়। হয় আক্রমনাত্মক না হয় রক্ষণাত্মক। কিন্তু আমার প্রত্যাশা ছিল তারা ইতিবাচকই খেলবে। কারন আপনি যদি এই পিচে পড়ে থাকার চেষ্টা করেন তাহলে টিকে থাকতে পারবেন না।’
আগের টেস্টের পিচে বোলারদের জন্য কিছু ছিল না। তাতে হতাশা ঝরেছিল লঙ্কানদের কন্ঠে। মিরপুরের পিচে আবার সব মশলাই পেয়েছেন বোলাররা। ব্যাটসম্যনদের হয়েছে কঠিন পরীক্ষা, ‘উইকেট থেকে ব্যাটসম্যানরা সহায়তা পায়নি। বোলাররা পেয়েছে। এটা ব্যাট করার জন্য সহজ উইকেট ছিল না। চট্টগ্রামের তুলনায় এখানে অনেক বেশি সাহায্য পেয়েছে স্পিনাররা।’
Comments