টেস্ট-ওয়ানডের ব্যর্থতা নিয়ে ভাবছে না টি-টোয়েন্টি দল
অভিষেকের পর এই প্রথম পারফরম্যান্সের কারণে ওয়ানডে আর টেস্ট দলে ছিলেন না সৌম্য সরকার। কিন্তু গত বছর টি-টোয়েন্টিতে দেশের হয়ে সর্বোচ্চ স্কোরার আছেন অনুমিতইভাবেই আছেন এই ফরম্যাটে। বাদ পড়ার পর খেলেছেন ঘরোয়া ক্রিকেট। ওদিকে তিনি না থাকলেও দল হেরেছে দুই সিরিজই। টি-টোয়েন্টিতে নতুন খোলসে ভিন্ন কিছুর প্রত্যাশা তার।
ওয়ানডে আর টেস্ট থেকে বাদ পড়লেও টি-টোয়েন্টিতে সৌম্যের থাকা নিয়ে কোন প্রশ্ন ছিল না। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজেও এই ফরম্যাটে দলের সেরা ব্যাটসম্যান ছিলেন তিনি। টি-টোয়েন্টিতে থাকার প্রত্যাশা রেখেই খেলেছেন ঘরোয়া ক্রিকেট, 'প্রত্যাশা ছিলো অবশ্যই। তারপরও প্রিমিয়ার লিগ চলছিলো। সেখানেই মনোযোগটা একটু বেশি ছিলো।'
টি-টোয়েন্টি দলে বেশ বড়সড়ো পরিবর্তন এসেছে। সর্বশেষ সিরিজ থেকে বাদ পড়েছেন ৮ জন। দলে ফিরেছেন ৩ জন। আর নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন পাঁচজন। টেস্ট আর ওয়ানডের আক্ষেপে না পুড়ে নতুনরা নিজেদের স্কিল নিয়েই বেশি ভাববে বলে মত সৌম্যের,
'টি-টোয়েন্টিতে এসে ওয়ানডে-টেস্টের কথা চিন্তা করলে প্রভাব ফেলবে। টি-টোয়েন্টিতে কয়েকজন নতুন খেলোয়াড় এসেছে। যারা এতো কিছু নিয়ে ভাবছে না। তাদের মাথায় মনে হয় না, এ সব আছে। এই চিন্তা বাদ দিয়ে যারা খেলবে, তারা ভালো করবে।'
ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হওয়ার পর অনায়াসে টেস্ট সিরিজও জিতেছে শ্রীলঙ্কা। ফর্মে থাকা দলটি টি-টোয়েন্টিতেও বিপদজনক। তবে ভালো খেলে ফল নিজেদের দিকেই নিয়ে আসার চিন্তা সৌম্যের।
'ফরম্যাট আলাদা। অল্প ওভারের খেলা। আমরা যদি এখানে ভালো খেলতে পারি, তাহলে ফলাফল আমাদের পক্ষে আসবে। যারা মাঠে ভালো খেলবে, ফলাফলটা তাদের পক্ষেই যাবে।'
আন্তর্জাতিক ক্রিকেট থেকে কিছুদিনের বিরতিতে ফিটনেস নিয়ে কাজ করার কথা জানিয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান, 'কয়েকটা ঘরোয়া ম্যাচ খেলেছি। ফিটনেস নিয়ে কিছু কাজ করেছি।'
'চেষ্টা করি। যতক্ষণ থাকি, ততক্ষণ আত্মবিশ্বাস নিয়েই খেলার চেষ্টা করি। এর বাইরে যা খেলেছি, সেখানে ভালো করতে পারিনি বলে মনে হয়েছে আমি হয়তো ব্যাকফুটে চলে গেছি। টি-টোয়েন্টিতে সফল হয়েছি বলে মনে হচ্ছে আত্মবিশ্বাসী ছিলাম। ওই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ভালো হবে।'
Comments