‘হেড মাস্টার’ চায় খেলোয়াড়রাও, খুঁজে হয়রান বিসিবি!
চন্ডিকা হাথুরুসিংহে দায়িত্ব ছাড়ার পর বাংলাদেশের হেড কোচের পদটা খালিই পড়ে আছে। হেড কোচ ছাড়াই ত্রিদেশীয় আর শ্রীলঙ্কা সিরিজে খেলছে দল। নতুন হেড কোচ নিয়েই আপাতত বিসিবির যত চিন্তা। খেলোয়াড়রাও নাকি অনুভব করছেন, শীঘ্রই দলে দরকার হেড কোচের।
সোমবার নতুন কোচের সন্ধানে বৈঠকে বসেছিলেন বোর্ড পরিচালকরা। মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন আপাতত কোচ নিয়োগ থাকছে বোর্ডের প্রথম প্রাধান্যে, ‘মূলত আমরা কোচ নিয়েই বসেছিলাম। যেহেতু হেড কোচ খুব গুরুত্বপূর্ণ। এখন আমাদের সবচেয়ে অগ্রাধিকার হলো বাংলাদেশ টিমে একজন প্রধান কোচ অ্যাপোয়েন্ট করা। বিভিন্ন জায়গায় বিভিন্ন সোর্সে আমরা চেষ্টা করছি।
মনের মতো কাউকে না পাওয়ায় হুট করে কাউকে নিয়োগ দিতে পারছে না বিসিবি।
‘বাংলাদেশের জন্য যে ধরনের কোচ দরকার সে ধরণের একজনকে নিয়োগ দিতে চাওয়াতেই দেরি হচ্ছে। হুট করে আমরা কাউকে নিয়োগ দিতে চাচ্ছি না। কিছু অপশন আমাদের হাতে এখনও আছে। এদের অনেকে বাংলাদেশে দলের সঙ্গে হয়ত ওইভাবে মানাতে করতে পারবে না বলে আমরা নিশ্চিত করতে পারছি না।’
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হার ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে ধরাশায়ী হওয়াতেই কি কোচ নিয়োগে আরও তোড়জোড়? জালাল ইউনুস ব্যাখ্যা করলেন, ‘আগে থেকেই ছিল। আমরা প্রধান নিয়ে আগে থেকেই সিরিয়াস। একটা স্কুলে সব ধরনের শিক্ষক থাকতে পারে। অঙ্কের শিক্ষক থাকতে পারে, ভূগোলের শিক্ষক থাকতে পারে কিন্তু হেড মাস্টার তো দরকার। সব ধরণের শিক্ষক আছে হেডমাস্টার নাই। আমাদের একজন হেড কোচ অবশ্যই দরকার। এটা কিন্তু প্লেয়াররাও ফিল করছে। কয়েকদিন আগে কয়েকজন সিনিয়র প্লেয়ার বলছিল যত শিগগির সম্ভব হেড কোচের প্রয়োজন আছে।’
মার্চের প্রথম সপ্তাহে শ্রীলঙ্কায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। তার আগে হেড কোচ নিয়োগের কোন সম্ভাবনা নেই। ব্যাটিং কোচ হিসেবে বিবেচনায় থাকা অস্ট্রেলিয়ান মাইকেল বেভান ও দক্ষিণ আফ্রিকান নেইল ম্যাকেঞ্জির মধ্যে কারো নিয়োগের সম্ভাবনাও কম,
‘নিদহাস ট্রফি পর্যন্ত যদি এখন আমরা...দুটো ব্যাটিং কোচের নাম আপনারা আগেই জানেন বেভান ও ম্যাকেঞ্জি। তো নিদহাস কাপ পর্যন্ত আমরা যদি তাদের আনতে পারি....কিন্তু সম্ভাবনা খুব কম। এত কম সময়ের মধ্যে কোনো ব্যাটিং কোচ হয়ত আনা সম্ভব হবে না।’
Comments