‘টি-টোয়েন্টিতে মানানসই ভারসাম্য তৈরির এখনি সময়’
ওয়ানডের তুলনায় অনেক কম টি-টোয়েন্টি খেলে বাংলাদেশ। এই ফরম্যাটে তাই দলকে ভুগতে হয় বেশি। এফটিপিতে চলতি বছরে টি-টোয়েন্টি ম্যাচের আধিক্য মাথায় রেখে সঠিক ভারসাম্য খোঁজার তাগিদ অনুভব করছেন তামিম ইকবাল।
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি দিয়েই শেষ হবে দুদলের সিরিজ। এরপর মার্চে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ। সেখানে লড়তে হবে শক্তিশালী ভারতের বিপক্ষেও। ওয়েস্ট ইন্ডিজ সফরেও আছে একাধিক কুড়ি ওভারের ম্যাচ। সব মিলিয়ে এই ফরম্যাটে দলের কম্বিনেশন তৈরির দিকে চিন্তা তামিমের,
'যদি দেখেন আমরা টি টোয়েন্টি খেলতাম খুবই কম। কিন্তু পরবর্তী ৬ মাস বা এক বছরে প্রচুর পরিমাণ টি টোয়েন্টি খেলবো। সম্ভবত ওয়ারনেডরে চেয়েও বেশি। এখানে দুইটা খেলবো, আশা করি শ্রীলঙ্কায় ৫টা (ফাইনালে উঠলে) খেলবো. তারপর ওয়েস্ট ইন্ডিজেও ২টা না ৩টা টি টোয়েন্টি আছে। কাজেই আমার কাছে মনে হয় সঠিক ভারসাম্য তৈরি করার, পরিকল্পনা ঠিক করার এখনি উপযুক্ত সময়।’
টেস্ট আর ওয়ানডের তুলনায় টি-টোয়েন্টিতে অবশ্য একদম নতুন খোলসে বাংলাদেশ। আগের সিরিজ থেকে বাদ পড়েছেন ৮ জন, দলে নতুন এসেছেন ৬ জন। ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে নিজেদের তৈরি করার তাগিদ তামিমের, ‘এখন থেকে আমরা যদি তৈরি হয়ে যাই, যত কম সময় নিয়ে তাহলে আমাদের জন্য ভাল। কারণ ২০২০ তে ওয়ার্ল্ডকাপ আছে। হাতে বেশ কিছু সময় আছে। ’
টেস্ট-ওয়ানডের তুলনায় টি-টোয়েন্টিতেই র্যাঙ্কিংয়ে পিছিয়ে বাংলাদেশ। ওয়ানডেতে সাত, টেস্টে নয়ে থাকলেও এই ফরম্যাটে টাইগারদের অবস্থান দশে। তামিমের মতে ঘরোয়াতে বিপিএলের মতো আসর থাকায় এখানে আরও উপরে থাকা উচিত ছিল বাংলাদেশের,
‘এই একটা ফরম্যাট আমি বিশ্বাস করি আমরা যা করি তার চেয়ে আরও ভাল করতে পারি। আমরা যা খেলছি তারচেয়ে অনেক ভাল খেলতে পারি। সেই সঙ্গে এই ফরম্যাটে আমরা আন্তর্জাতিক মানের ঘরোয়া টুর্নামেন্টও খেলি । সো আমাদের আরও ভাল করা উচিত।’
Comments