খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির নেতা-কর্মীদের অনশন

BNP activists on hunger strike
১৪ ফেব্রুয়ারি ২০১৮, ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনশনে বসেছে দলের নেতা-কর্মীরা। ছবি: আমরান হোসেন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলের নেতা-কর্মীরা আজ (১৪ ফেব্রুয়ারি) ঢাকায় অনশন করেছে।

শান্তিপূর্ণ উপায়ে আন্দোলনের মাধ্যমে তাদের দাবি আদায়ের লক্ষ্যে পূর্ব ঘোষণা অনুযায়ী দলের শতাধিক নেতা-কর্মী সকাল ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে অনশনে অংশ নেন।

ঘটনাস্থল থেকে আমাদের সংবাদদাতা জানান, এই অনশন বিকেল ৪টা পর্যন্ত চলার কথা থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অনুরোধে তা শুরু হওয়ার দেড় ঘণ্টা পর শেষ হয়ে যায়।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার একটি বিশেষ আদালত।

উল্লেখ্য, এতিমদের জন্য বিদেশ থেকে আসা অনুদানের দুই কোটি ১০ লাখ টাকা তছরুপের অভিযোগে ২০০৮ সালের জুলাই মাসে রমনা থানায় দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর করা মামলাটিতে খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অপর পাঁচ আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

Comments

The Daily Star  | English

Pakistan says it has launched military offensive against India

Locked in a longstanding dispute over Kashmir, the two countries have engaged in daily clashes since Wednesday

2h ago