রোনালদোর সামনে উড়ে গেল নেইমারের দল

Ronaldo
ফাইল ছবি: এএফপি

স্প্যানিশ কাপে সুবিধা করতে পারেনি, লা লিগায় বিবর্ণ। তবে চ্যাম্পিয়ন্স লিগে দেখা মিলল সেই পুরনো রিয়াল মাদ্রিদের। এই টুর্নামেন্টের ইতিহাসের অন্যতম সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো ফের জ্বলে উঠলেন। তার জোড়া গোলে শেষ ষোলোর প্রথম দেখায় পিএসজিকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল।

বুধবার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে জিনেদিন জিনাদ শিষ্যদের সঙ্গে পুরো ম্যাচে বলতে গেলে চুপসে ছিল পিএসজি। রিয়ালের হয়ে অন্য গোলটি করেছেন দারুণ খেলা মার্সেলো।

যদিও খেলার ধারার বিপরীতে প্রথম গোলটি পিএসজি। ৩৩ মিনিটে ফরাসি ফরওয়ার্ড কিলিয়ান এমবাপের ক্রস থেকে ব্যাকহিল করেছিলেন নেইমার। তা ধরে জোরালো শটে জালে পাঠান আরেক ফরাসি আন্দ্রে রাবিও।

এর আগে একচেটিয়া দাপট ছিল রিয়ালেরই। একাধিক গোলের সুযোগ পেয়েও বঞ্চিত রিয়াল । ২৬ মিনিটে রোনালদোর ক্রস উড়ে যায় বারের উপর দিয়ে। খানিকপর মার্সেলোর ক্রস থেকে বিপদজনকভাবে বক্সে ঢুকে পড়েছিলেন রোনালদো। তাকে প্রতিহত করেন পিএসজির গোলরক্ষক আরিওলা।

গোলের পর মার্সেলোর উল্লাস। ছবি: এএফপি
বিরতির ঠিক আগে অবশ্য গেরো  খোলে রিয়ালের। পিএসজির আর্জেন্টাইন মিডফিল্ডার লো সোলসো টনি ক্রুসকে বক্সের মধ্যে ফেলে দিলে পেনাল্টি পায় রিয়াল। তা থেকে রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে শততম গোল করেন রোনালদো। একক কোন দলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে এত গোল করার রেকর্ড নেই আর কারো।

পরের গোল দুটি হয়েছে ৮০ মিনিটের পর। ৮৩ মিনিটে মার্কো আসেনসিওর ক্রস গোলরক্ষক ফিরিয়ে দিলে হাঁটু দিয়ে টোকা মেরে বল ঝালে পাঠান রোনালদো। তিন মিনিট পর জয়সূচক গোল করেন ব্রাজিলিয়ান মার্সেলো। আসেনসিওর সঙ্গে বল দেওয়া নেওয়া করে জোরালো শটে জালে পাঠিয়ে উল্লাস করেন তিনি।

এই ম্যাচ হারায় চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে যাওয়া অনেক কঠিন হয়ে গেল পিএসজির। ৬ মার্চ প্যারিসে ফিরতি ম্যাচে রিয়ালকে কমপক্ষে ২ গোলের ব্যবধানে হারাতে হবে।   

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

37m ago