প্রশ্নপত্র ফাঁস বন্ধে সরকারের নিষ্ক্রিয়তার ব্যাখ্যা দেওয়ার নির্দেশ

এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বন্ধে সরকারের নিষ্ক্রিয়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট।
high court
হাইকোর্ট ভবন। স্টার ফাইল ফটো

এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বন্ধে সরকারের নিষ্ক্রিয়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট।

আজ (১৫ ফেব্রুয়ারি) এক রুলিংয়ে বলা হয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে জানাতে হবে কেন এই নিষ্ক্রিয়তাকে অবৈধ ঘোষণা করা হবে না।

প্রশ্নপত্র ফাঁস বন্ধে সরকারের ব্যর্থতার বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের চারজন আইজীবীর দায়ের করা রিট আবেদনের প্রেক্ষিতে আদালত এই রুল জারি করেন।

গতকাল দায়ের করা এই রিট আবেদনে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে এসএসসি পরীক্ষা বাতিলের বিষয়ে সরকারের প্রতি হাইকোর্টের নির্দেশও চাওয়া হয়েছে।

আবেদনটিতে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে একটি বিচারিক পর্ষদ গঠন এবং প্রশ্নপত্র ফাঁস বন্ধে আইন প্রণয়নের বিষয়েও উচ্চ আদালতের নির্দেশ চাওয়া হয়েছে।

Comments