বাংলাদেশের ভেঙে পড়ায় বেশ অবাক হাথুরুসিংহে

সদ্য প্রাক্তন হওয়া ওস্তাদ পুরনো শিষ্যদের এভাবে ভেঙে পড়ায় বেশ অবাক।
Chandika Hathurosingh
বাংলাদেশের অ্যাপ্রোচে বেশ অবাক চন্ডিকা হাথুরুসিংহে। ছবি: ফিরোজ আহমেদ

ত্রিদেশীয় সিরিজে দারুণ শুরুর পর মাঝপথে খেই হারানো বাংলাদেশের পরে সিরিজ জুড়েই হতাশার গল্প। পিছিয়ে থেকেও প্রায় সব জিতে নিয়েছে শ্রীলঙ্কা। শেষ ম্যাচ জিতলেও টি-টোয়েন্টি সিরিজে কেবল সমতা আনার সুযোগ টাইগারদের। সদ্য প্রাক্তন হওয়া ওস্তাদ পুরনো শিষ্যদের এভাবে ভেঙে পড়ায় বেশ অবাক।

ত্রিদেশীয় সিরিজের দুই ম্যাচ বিশাল জয়ে ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। ফাইনালের আগে লঙ্কানদের বিপক্ষে একশো রানের নিচে অলআউট হয়ে খেই হারানো শুরু। ফাইনালে সাকিব আল হাসানের চোট আর ২২২ রান করতে না পারায় হতাশা পরে তাড়া করেছে পুরো টেস্ট সিরিজে। চট্টগ্রামে কোনমতে ড্র করতে পারলেও ঢাকায় দ্বিতীয় টেস্টে বাংলাদেশ খেলতে পেরেছে মাত্র ৭৫.১ ওভার। হেরেছে বিশাল ব্যবধানে। দুই ইনিংসেই শেষ ৬ উইকেট হারিয়েছে অল্প রানে।

চন্ডিকা হাথুরুসিংহের মতে কিছু ভুলের চক্করে পড়ে পিছিয়ে যায় বাংলাদেশ। পরে পারেনি ঘুরে দাঁড়াতে, ‘আমার মনে হয় না তারা আতঙ্কিত হয়েছে। ত্রিদেশীয় সিরিজে তারা ভালো শুরু করেছিল। বাকি দুই দলকেই চাপে ফেলেছিল। আমার মনে হয় কিছু ভুল করে নিজেদের মধ্যে দ্বিধাগ্রস্ত হয়ে যায়। তাদের এভাবে ভেঙ্গে পড়ায় আমি খুব অবাক হয়েছি।’

পুরনো শিষ্যরা যেখানে ভেঙ্গে পড়েছেন, বর্তমান শিষ্যরা হাথুরুসিংহেকে দুহাত ভরিয়ে দিয়েছেন। কুশল মেন্ডিস, রোশেন সিলভা, থিসিরা পেরেরাদের কাছ থেকে সাড়া পেয়ে বেজায় খুশি লঙ্কান কোচ জানালেন, এমন মিথস্ক্রিয়া এসেছে নিজ দেশ বলেই,

‘খেলোয়াড়দের কাছ থেকে এরকম সাড়া পেয়ে আমি আসলে সন্তুষ্ট। আমার মনে হয় নিজের দেশের হওয়ায় যোগাযোগটা ছিল পোক্ত। কিছু সময় লাগলেও তারা দারুণভাবে চ্যালেঞ্জ নিয়েছে।’

Comments